মুম্বই : লকডাউনে বাড়িবন্দী সবাই । কোরোনার আতঙ্ক সবাইকে এক সুতোয় মিলিয়ে দিয়েছে । ধর্ম, বর্ণ, রং নির্বিশেষ এখন সবাই একটা জীবাণুমুক্ত পৃথিবীর স্বপ্ন দেখছে একসঙ্গে । আর মানুষের এই ভাবনার মধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ খুঁজে পেলেন সলমন ।
সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন সলমন । সেখানে একটা অ্যাপার্টমেন্টের দু'টি বারান্দা দেখা যাচ্ছে সমান্তরাল ভাবে । উপরের বারান্দায় এক হিন্দু হাতজোড় করে প্রণাম করছেন আর নিচের বারান্দায় এক মুসলিম হাত খুলে প্রার্থনা করছেন ।