মুম্বই : সলমন খানের জনপ্রিয়তা প্রশ্নাতীত । ইনস্টাগ্রাম বা টুইটারে নিজের প্রাইভেট লাইফের যে টুকটাক ঝলক তিনি দেন, সেটাই ভাইরাল হয়ে যায় । আসে লক্ষ লক্ষ কমেন্ট, অসংখ্য লাইক । তবুও তাঁকে নিয়ে কৌতুহলের শেষ নেই ফ্যানেদের । তাদের কথা ভেবেই এবার ইউটিউব চ্যানেল লঞ্চ করতে চলেছেন সলমন ।
IANS সূত্রে জানা যাচ্ছে যে, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সলমন তাঁর ব্য়ক্তিগত জীবনের ঝলক আরও বেশি করে শেয়ার করবেন অনুরাগীদের কাছে । তাদের আরও কাছাকাছি পৌঁছতেই সলমনের এই উদ্যোগ ।