মুম্বই : 2020 সালের জানুয়ারি মাসে শেষ হওয়ার কথা ছিল 'বিগ বস সিজ়ন 13'। তবে সেই সময়সীমা বাড়িয়ে ফেব্রুয়ারি করা হয়েছে। আর এই এক্সটেনশনের জন্য পারশ্রমিকে একটা বড়সড় লাফ দিয়েছেন সলমন খান। তিনিই এই শো সঞ্চালনা করছেন ও শোয়ের TRP-র পিছনে তাঁর একটি বড় মাপের হাত রয়েছে।
IANS সূত্রে শোনা যাচ্ছে যে, এর আগে 6.5 কোটি টাকা পারিশ্রমিক পেতেন ভাইজান। সেটা এক ধাক্কায় বেড়ে দাঁড়াল 8.5 কোটি টাকায়। এই বাড়তি টাকা যোগ করলে সবমিলে সলমনের মোট পারিশ্রমিকের পরিমাণ দাঁড়াচ্ছে 200 কোটি টাকায়। টাকার এই অঙ্ক শুনে চমকানোটাই স্বাভাবিক।