পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

করোনায় পিতৃহারা ছাত্রের দিকে সাহায্যের হাত সলমনের

কর্ণাটকের এক 18 বছরের বিজ্ঞানের ছাত্র সাহায্যের আবেদন করেছিল ৷ সেই আবেদন সলমন খানের নজরে আনেন যুব সেনার নেতা রাহুল এস কনল ৷

সলমন খান
সলমন খান

By

Published : May 5, 2021, 2:26 PM IST

হায়দরাবাদ, 5 মে : বলিউড সুপারস্টার সলমন খান এবার কর্নাটকের এক ছাত্রের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ৷ সম্প্রতি ওই ছাত্রের বাবা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷

একটি ওয়েবলয়েডের রিপোর্ট অনুযায়ী, কর্ণাটকের এক 18 বছরের বিজ্ঞানের ছাত্র সাহায্যের আবেদন করেছিল ৷ সেই আবেদন সলমন খানের নজরে আনেন যুব সেনার নেতা রাহুল এস কনল ৷ রাহুল সলমনের সঙ্গে 'বিয়িং হাঙ্গরি' ফুড ট্রাকের প্রকল্পেও কাজ করেছেন ৷

এই ওয়েবলয়েডে রাহুল জানিয়েছেন, "আমরা ওই ছাত্রকে খাবার এবং পড়াশোনার সামগ্রী দিয়েছি ৷ আমরা সবসময় তার সঙ্গে আছি, এবং তার ভালর জন্য যা কিছু প্রয়োজন তা আমরা তাকে দেব ৷ সলমনের ভক্তরা আমাদের অন্যদের সহায়তা করতে সাহায্য করছে ৷ সলমন আমাদের বলেছেন, যাদের সাহায্যের প্রয়োজন তাদের সাহায্য করতে ৷ সলমনের প্রতি নিবেদিত সব ফ্যানক্লাবগুলির কথা তিনি জানেন ৷ তাঁর কাছে যে সকল সাহায্যের প্রার্থনা আসে সব কটিই তাঁর নজরে থাকে ৷ এবং আমরা কাকে কী সাহায্য করছি সেটাও তিনি জানেন ৷"

অন্যদিকে সলমন তাঁর বাবা-মায়ের সহানুভূতিশীল স্বভাবে অনুপ্রাণিত হয়ে প্রথমসারির কোভিড যোদ্ধাদের জন্য খাবাবের ব্যবস্থা করেছেন ৷ এই মুহূর্তে তাঁরা রাহুলের নেতৃত্বে পুলিশকর্মী, স্বাস্থ্যকর্মীসহ 5000 প্রথমসারির কোভিড যোদ্ধাদের খাবার প্রদান করছেন ৷

আরও পড়ুন:বাংলার হিংসা নিয়ে বিতর্কিত মন্তব্য, কঙ্গনার অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

ABOUT THE AUTHOR

...view details