মুম্বই : কন্নড় বিগ বস সিজ়ন ৭-এর হোস্ট কিচ্চা সুদীপকে এক বিলাসবহুল গাড়ি উপহার দিলেন হিন্দি বিগ বস সিজ়ন 13-র হোস্ট সলমন খান । এক পার্ল সিলভার রংয়ের BMW পেলেন সুদীপ ।
হঠাৎ করেই সুদীপের বাড়িতে গিয়ে পৌঁছলেন সলমন । কন্নড় এই সুপারস্টারকে চমকে দিলেন এই অপ্রত্য়াশিত উপহারে । তবে কেন হঠাৎ সুদীপকে উপহার দিলেন সলমন ?
সম্প্রতি 'দাবাং 3' ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করেছেন সুদীপ । সলমনের থেকে কোনও অংশে কম ছিল না তার ক্য়ারিশ্মা । ভিলেন হিসেবে তাঁকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছে দর্শক । ছবির সাফল্যের আনন্দ নিজের কো-স্টারের সঙ্গে ভাগ করে নিতেই এই সিদ্ধান্ত সলমনের ।
সুদীপ তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন । তিনি লিখেছেন, "তুমি ভালো কাজ করলে সবসময় তোমার ভালোই হবে । এই লাইনটা আরও বেশি করে প্রমাণ করলেন সলমন খান । BMW M৫.."
দেখে নিন সুদীপের পোস্ট...