পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আমায় নিয়ে সমস্যা থাকলে ব্যান করে দাও", রিপোর্টারের উদ্দেশে সলমন - বিগ বসে সলমন

হ্যাঁ এমন ভাষাতেই রিপোর্টারের উদ্দেশে তেড়ে গেলেন সলমন খান। ঘটনাটি ঘটেছে বিগ বসের সিজ়ন 13 লঞ্চ অনুষ্ঠানে।

Salman Khan angry with reporters

By

Published : Sep 24, 2019, 9:20 PM IST

মুম্বই : বিগ বসের 13 তম সিজ়নের লঞ্চ অনুষ্ঠানে সলমন খানের সঙ্গে বচসায় জড়ালেন এক সাংবাদিক। রেগে গেলেন সলমন।

বলিউডের ভাইজান যেখানে থাকবেন, সেখানে ক্যামেরাম্যানেরা একটু বেশিই তৎপর হয়ে উঠবেন, সেটাই স্বাভাবিক। তবে কোনও এক বিশেষ ক্যামেরাম্যানের ব্যবহারে খুবই বিরক্ত হন অভিনেতা। তিনি বলেন, "কারো কোনও সমস্যা হয় না। শুধুমাত্র তোমারই হয়।" এবার সল্লু মিঞা অন্য ক্যামেরম্যানেদের উদ্দেশ্য করে বলেন, "তোমাদের একে নিয়ে কিছু করা উচিত।"

ইভেন্টের দিন...

এরপর ক্ষোভ প্রকাশ করে সলমন বলেন, "তোমায় একটা সহজ উপদেশ দিচ্ছি আমি। আমায় নিয়ে এত সমস্যা যখন, তখন আমায় ব্যান করে দাও।"

দেখে নিন সেই ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details