মুম্বই : বিগ বসের 13 তম সিজ়নের লঞ্চ অনুষ্ঠানে সলমন খানের সঙ্গে বচসায় জড়ালেন এক সাংবাদিক। রেগে গেলেন সলমন।
বলিউডের ভাইজান যেখানে থাকবেন, সেখানে ক্যামেরাম্যানেরা একটু বেশিই তৎপর হয়ে উঠবেন, সেটাই স্বাভাবিক। তবে কোনও এক বিশেষ ক্যামেরাম্যানের ব্যবহারে খুবই বিরক্ত হন অভিনেতা। তিনি বলেন, "কারো কোনও সমস্যা হয় না। শুধুমাত্র তোমারই হয়।" এবার সল্লু মিঞা অন্য ক্যামেরম্যানেদের উদ্দেশ্য করে বলেন, "তোমাদের একে নিয়ে কিছু করা উচিত।"