মুম্বই, 28 মে : মঙ্গলবার, প্রথমে মানহানি মামলার আইনি চিঠি ও পরে এই নিয়ে একটি ভিডিয়ো টুইট করেন কমল রশিদ খান ওরফে কেআরকে। রাধের সমালোচনার জন্য তাঁর বিরুদ্ধে মানহানির মামলা বলে দাবি করেন অভিনেতা । নেট দুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দেয় তাঁর এই ভিডিয়ো। দাবানলের মতোই ছড়িয়ে পড়ে খবরটি ৷ কারণ নেটাগরিকদের অনেকেই কেআরকের এই যুক্তি মানতে চাননি। তাঁর টুইটের বিরোধিতা করে জবাবি টুইটে তা স্পষ্ট করে দেন অনেকেই।
এরপরই বৃহস্পতিবার এই বিষয় একটি বিবৃতি জারি করেন সলমান খানের আইনজীবীরা । বিবৃতিতে বলা হয়েছে আইনি চিঠির কথা ঠিক ৷ তবে যে কারণ দেখানো হয়েছে তা ভুল। এই চিঠির সঙ্গে রাধের কোনও সম্পর্ক নেই। বরং বেশ কয়েক মাস ধরে সলমানের এনজিও নিয়ে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়াচ্ছিলেন কমল। সলমানের বিইং হিউম্যানের বিরুদ্ধ জোচ্চুরি ও আর্থিক তছরূপের অভিযোগও তোলেন তিনি। এমনকি সলমান ও সলমান খান ফিল্মসকে ডাকাত বলেও সম্বোধন করেন কেআরকে। শুধুমাত্র প্রচারের আলোয় আসতে মাসের পর মাস এই কাজ করতে থাকেন কামাল ৷ অভিযোগ সলমানের আইনজীবীদের। সেই কারণেই এই মানহানির নোটিস পাঠানো হয় তাঁকে। আইনজীবীরা আরও জানান, নোটিসে কোথাও রাধের উল্লেখ নেই ৷ কিন্তু বারবার একই কথা বলে মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করেন কামাল।