পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রাধের সমালোচনার জন্য নয়, কেআরকে আইনি নোটিস পেলেন এই কারণে...

হ্যাঁ আইনি নোটিস পেয়েছেন কেআরকে ৷ কিন্তু তা সলমানের রাধের সমালোচনার জন্য নয়। এমনটাই বক্তব্য সলমান খানের আইনজীবীদের। বৃহস্পতিবার এই মর্মে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে , রাধের জন্য নয় সলমানের বিইং হিউম্যান নিয়ে একের পর একে মিথ্যে অভিযোগের কারণে এই আইনি নোটিস দেওয়া হয়েছে কমল রশিদ খানকে।

সলমান খান
সলমান খান

By

Published : May 28, 2021, 11:29 AM IST

Updated : May 28, 2021, 11:36 AM IST

মুম্বই, 28 মে : মঙ্গলবার, প্রথমে মানহানি মামলার আইনি চিঠি ও পরে এই নিয়ে একটি ভিডিয়ো টুইট করেন কমল রশিদ খান ওরফে কেআরকে। রাধের সমালোচনার জন্য তাঁর বিরুদ্ধে মানহানির মামলা বলে দাবি করেন অভিনেতা । নেট দুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দেয় তাঁর এই ভিডিয়ো। দাবানলের মতোই ছড়িয়ে পড়ে খবরটি ৷ কারণ নেটাগরিকদের অনেকেই কেআরকের এই যুক্তি মানতে চাননি। তাঁর টুইটের বিরোধিতা করে জবাবি টুইটে তা স্পষ্ট করে দেন অনেকেই।

এরপরই বৃহস্পতিবার এই বিষয় একটি বিবৃতি জারি করেন সলমান খানের আইনজীবীরা । বিবৃতিতে বলা হয়েছে আইনি চিঠির কথা ঠিক ৷ তবে যে কারণ দেখানো হয়েছে তা ভুল। এই চিঠির সঙ্গে রাধের কোনও সম্পর্ক নেই। বরং বেশ কয়েক মাস ধরে সলমানের এনজিও নিয়ে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়াচ্ছিলেন কমল। সলমানের বিইং হিউম্যানের বিরুদ্ধ জোচ্চুরি ও আর্থিক তছরূপের অভিযোগও তোলেন তিনি। এমনকি সলমান ও সলমান খান ফিল্মসকে ডাকাত বলেও সম্বোধন করেন কেআরকে। শুধুমাত্র প্রচারের আলোয় আসতে মাসের পর মাস এই কাজ করতে থাকেন কামাল ৷ অভিযোগ সলমানের আইনজীবীদের। সেই কারণেই এই মানহানির নোটিস পাঠানো হয় তাঁকে। আইনজীবীরা আরও জানান, নোটিসে কোথাও রাধের উল্লেখ নেই ৷ কিন্তু বারবার একই কথা বলে মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করেন কামাল।

আরও পড়ুন :মিশন ইমপসিবলে এবার দক্ষিণি সুপারস্টার প্রভাস ?

ইতিমধ্যেই কেআরকের আইনজীবী আদালতে জানিয়েছেন, মামলার পরবর্তী শুনানি পর্যন্ত এই ধরনের অপমানজনক মন্তব্য থেকে বিরত থাকবেন তাঁর মক্কেল। এদিকে সলমানের বাবা সেলিম খানের কাছেও তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মামলা প্রত্যাহারের আর্জি জানিয়েছেন কমল রশিদ। এমনকি কথা দেন এরপর সলমানের আর কোনও ছবি নিয়ে তিনি মুখ খুলবেন না ৷

Last Updated : May 28, 2021, 11:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details