মুম্বই : হিউস্টনে লাইভ পারফর্ম করার কথা ছিল সলমান খানের । শোনা যাচ্ছে, ওই অনুষ্ঠানে যোগ দেবেন না তিনি । অনুষ্ঠানের আয়োজক সম্পর্কে জানার পরই তা না করার সিদ্ধান্ত নেন ভাইজান ।
রেহান সিদ্দিকি নামে এক পাকিস্তানি নাগরিক হিউস্টনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন । মাঝে মধ্যেই তারকাদের নিয়ে সেখানে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন তিনি । ইতিমধ্যেই বলিউড তারকাদের নিয়ে হিউস্টনে বিভিন্ন মিউজ়িকাল কনসার্টও করেন । এখনও পর্যন্ত প্রায় 400টি অনুষ্ঠানের হোস্ট করেছেন তিনি । তার মধ্যে রয়েছে সইফ আলি খান, মিকা সিং, পঙ্কজ উদাস ও বাদশার মতো তারকাদের অনুষ্ঠান । অভিযোগ, সেই অনুষ্ঠান থেকে যে পরিমাণ অর্থ উপার্জন হয় তা অ্যামেরিকায় ভারত বিরোধী কার্যকলাপ সংগঠিত করার কাজে ব্যবহার করেন তিনি ।
সূত্রের খবর, এই বিষয়টি জানার পরই সেখানে অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেন সলমান খান । শোনা যাচ্ছে, এবার হিউস্টনে পাকিস্তানি নাগরিকদের সংগঠিত করে মঞ্চের মধ্যে নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার পরিকল্পনা করেন রেহান ।