পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বোনঝিকে কোলে নিয়ে ছবি সলমানের - সালমান খান

আয়াত শর্মাকে কোলে নিয়ে ছবি তুললেন সলমান । সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন অর্পিতা থান শর্মা ।

sdf
sdf

By

Published : Jan 14, 2020, 10:45 PM IST

Updated : Jan 14, 2020, 11:29 PM IST

মুম্বই : বোনঝির ছবি তুললেন সলমান থান । ছিলেন সলমানের মা সালমা খানও । আয়াতকে কোলে নিয়ে একটি ছবি তোলেন সলমান । আর সেই ছবি শেয়ার করেন অর্পিতা খান শর্মা । ইতিমধ্যেই ভাইরাল সেই ছবি ।

27 ডিসেম্বর ছিল সলমান খানের 54তম জন্মদিন । অর্পিতা চেয়েছিলেন ভাইজানের জন্মদিনেই সন্তানের জন্ম দেবেন । ঠিক সেই মতোই চিকিৎসকের পরামর্শ মেনে চলছিলেন অর্পিতা । অবশেষে জন্মদিনেই দেন সুখবর । ওই দিনই আয়ূষ ও অর্পিতার ঘরে আসে কন্যা সন্তান । আর মেয়ের নাম রাখেন আয়াত শর্মা । জন্মের পরই মেয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন অর্পিতা ।

ছবিটি শেয়ার করে তার ক্যাপশনে অর্পিতা লেখেন, "পৃথিবীর কোনও জিনিসকেই আমি ভয় পাই না । কারণ আমি জানি যে তুমি আমার পাশে রয়েছ । তুমি আমার কিছুই হতে দেবে না । এখনও আয়াতও সেই একই নিরাপত্তা পাবে । এই হাতদুটো ভগবান প্রদত্ত ।" সলমানের উদ্দেশ্যে একথাগুলি লেখেন অর্পিতা । ছবিতে দেখা গেছে সালমা খানকেও ।

ছবিতে আয়াতকে কোলে নিয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে সলমানকে । আর ঠিক তাঁর পাশে হাসি মুখে রয়েছেন সালমা খান । অর্পিতার ছেলে আহিলের সঙ্গেও সলমানের সম্পর্ক খুবই ভালো । তার সঙ্গে কাটানো একাধিক মুহূর্তের ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ।

কাজের দিক থেকে শেষবার 'দাবাং ৩' ছবিতে দেখা গিয়েছিল সলমানকে । এখন আপকামিং ছবি 'রাধে'-র শুটিং নিয়ে খুবই ব্যস্ত তিনি । এছাড়া আরও দুটি প্রোজেক্ট রয়েছে তাঁর হাতে । তার মধ্যে 'টাইগার'-এর তৃতীয় ইনস্টলমেন্ট ও 'কিক ২' রয়েছে তাঁর ঝুলিতে ।

Last Updated : Jan 14, 2020, 11:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details