মুম্বই : তাহলে কি বনি কাপুর ও সলমান খানের সম্পর্কে চিড় ধরল ? সৌজন্যে কি মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক ? সাম্প্রতিক বিষয় কিছুটা সেই ইঙ্গিতই দিচ্ছে ।
সূত্রের খবর, 'নো এন্ট্রি'-র সিকুয়েলে অভিনয় করার কথা ছিল সলমানের । বনি কাপুর ও পরিচালক অনিস বাজ়মি দু'জনেই সলমানের সময়ের জন্য অপেক্ষা করছিলেন । কিন্তু, ছবিটি করবেন না বলে নাকি ঠিক করেছেন ভাইজান । সেকথা জানিয়েও দিয়েছেন তিনি । আর তার জন্য নাকি দায়ি অর্জুন কাপুর ।
'নো এন্ট্রি'-র সিকুয়েলটির নাম 'নো এন্ট্রি মে এন্ট্রি'। শোনা গেছে, এই ছবির জন্য অনেক দিন ধরেই সলমানের সময়ের জন্য অপেক্ষা করছিলেন বনি ও অনিস । কিন্তু, অন্য ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সলমান । তাই কোনও সময় বের করতে পারছেন না । এর মধ্যেই নিজের পরবর্তী ছবির কথাও ঘোষণা করেছেন তিনি । যেটি বনি কাপুর প্রযোজিত 'ওয়ান্টেট' ছবির সিকুয়েল । নতুন ছবির নাম 'রাধে' । ছবির নাম পরিবর্তন করেছেন ভাইজান । আর সেখান থেকেই বনি ও সলমান সম্পর্কের মধ্যে চিড় ধরেছে বলে জল্পনা শুরু হয়েছে ।