পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সলমন ঘোষণা করলেন পরবর্তী ফিল্ম - সলমন খানের খবর

সলমন খান ঘোষণা করলেন তাঁর পরবর্তী ফিল্মের নাম । 2021-এর ইদে মুক্তি পাবে সেই ছবি ।

Salman Khan new film
Salman Khan new film

By

Published : Jan 10, 2020, 8:00 PM IST

মুম্বই : লোকে বলে ইদের সময়টা সলমনের । কারণ প্রতি বছর ইদের সময়তেই বক্স অফিস কাঁপাতে আসেন তিনি । 2021 সালেও একই রকম ভাবে এক নতুন প্যাকেজ নিয়ে আসতে চলেছেন ভাইজান । ছবির নাম 'কভি ইদ কভি দিওয়ালি' ।

টুইটারে এই ঘোষণা করেছেন সলমন । লিখেছেন, "আমার পরবর্তী ছবি ঘোষণা করছি 'কভি ইদ কভি দিওয়ালি', গল্প ও প্রযোজনা সাজিদ নাদিয়াওয়ালার, পরিচালনায় ফারহাদ সামজি..2021-এর ইদে" ।

আপাতত সলমন 'দাবাং ৩'-এর সাফল্য সেলিব্রেট করছেন । এই বছর ইদের প্ল্যানও সেট, কারণ সেই সময়েই মুক্তি পাবে 'রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই' । আর সেই সঙ্গেই এল তাঁর পরবর্তী ছবির ঘোষণা । সব মিলিয়ে এখন বেশ ব্যস্ততার মধ্য়েই কাটছে সলমনের জীবন । কনটেন্টের উপর ভিত্তি করে তৈরি ছবির সঙ্গে সঙ্গে যে সুপারস্টারের ক্যারিশ্মাও বহাল রয়েছে বলিউডে তা বেশ বোঝা যাচ্ছে । তাই যেখানে 'অন্ধাধুন' বা 'গালি বয়'-এর মতো ছবি বক্স অফিস কাঁপায়, সেখানে 'দাবাং ৩'-ও সুপারহিট হয় ।

ABOUT THE AUTHOR

...view details