মুম্বই : খুনের হুমকি পেয়েছেন। সম্প্রতি সলমানের এক ফ্যানের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন গায়িকা সোনা মহাপাত্র। সলমানের মন্তব্যের সমালোচনা করায় সোনা এই হুমকি পেয়েছেন। পরে অবশ্য ওই ব্যক্তি ক্ষমাও চেয়ে নেন।
ঘটনার সূত্রপাত 'ভারত' থেকে প্রিয়াঙ্কা চোপড়ার বেরিয়ে যাওয়া প্রসঙ্গে সলমানের মন্তব্যকে ঘিরে। সলমানের মন্তব্যের কড়া সমালোচনা করেন সোনা। এর জেরেই সলমানের এক অনুরাগী সোনাকে খুনের হুমকি দিয়ে বসেন। হুমকিতে লেখেন, "সলমান খানের বিরুদ্ধে একটা খারাপ কথা মুখ থেকে বের করলে আমি তোমার বাড়ি দিয়ে খুন করে আসব।"