মুম্বই : বিশ্বের প্রায় সব প্রান্তেই থাবা বসিয়েছে কোরোনা ভাইরাস । এই আতঙ্কের জেরে ইতিমধ্যেই 31 মার্চ পর্যন্ত একাধিক রাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, সিনেমা হল । তার জন্য পিছিয়ে গেছে বলিউডের একাধিক ছবির মুক্তিও । বন্ধ হয়েছে শুটিং । এই পরিস্থিতির মধ্যে কোরোনা আতঙ্ককে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে শুটিং চালিয়ে যাচ্ছেন সলমান খান ।
সম্প্রতি নিজের পরবর্তী ছবি 'রাধে'-র শুটিং নিয়ে ব্যস্ত সলমান । তাঁর বিপরীতে দেখা যাবে দিশা পাটানিকে । এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহেল খান, গোবিন্দ নামদেব, জ্যাকি শ্রফ ও রণদীপ হুডা । শোনা যাচ্ছে মার্চের মধ্যেই ছবির শুটিং শেষ করতে চান নির্মাতা । আর সেই কারণেই কোরোনা আতঙ্ককে তোয়াক্কা না করেই দ্রুত গতিতে শুটিং শেষ করার চেষ্টা করছেন তাঁরা । সূত্রের খবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্দেশমতো সব পদক্ষেপ মেনেই শুটিং করা হচ্ছে ।