মুম্বই : কোরোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন বলিউডের বহু তারকা । সেই তালিকায় রয়েছেন প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালাও । এবার নাদিয়াওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্টের (NGE) কর্মীরাও যাতে ব্যক্তিগতভাবে পিএম কেয়ার্স ও মুখ্যমন্ত্রীর তহবিলে অনুদান দিতে পারেন, সেই ব্যবস্থাও করলেন তিনি ।
নিজের প্রযোজনা সংস্থা NGE-র 400 জন কর্মীকে বোনাস দেবেন বলে ঘোষণা করেছেন সাজিদ । সেই কর্মীদের মধ্যে রয়েছেন ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়নরাও । কিন্তু, কেন এই বোনাস ? কারণ তাঁরাও যাতে বোনাসের টাকা দিয়ে পিএম কেয়ার্স ফান্ড ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিতে পারেন । গতকাল সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে একথা বলা হয়েছে ।
সেখানে বলা হয়েছে, "400 জন কর্মচারীকে নিয়ে আমাদের এই পরিবার । তার মধ্যে রয়েছেন দিনের হিসেবে পারিশ্রমিক পাওয়া কর্মীরাও । আমরা চাই এই সময় সবাই নিজেদের সাধ্যমতো সাহায্য করুন । তাঁরা যাতে ভালো উদ্যোগে শামিল হয়ে অনুদান দিতে পারেন তাই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা । আমাদের প্রত্যেক কর্মীর হাত যাতে শক্ত হয় ও তাঁরা যাতে অনুদান দিতে পারেন সেই কারণে তাঁদের জন্য বোনাস ঘোষণা করছি ।"