পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কাজ পাইয়ে দেওয়ার নামে মডেলকে নগ্ন হতে বলেছিলেন সাজিদ - Sajid Khan new harassment

এক মডেলকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে তাঁকে নগ্ন হওয়ার প্রস্তাব দিয়েছিলেন সাজিদ । এমনকী, তাঁর শরীরের নানা জায়গায় অশ্লীলভাবে স্পর্শও করেছিলেন বলে পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পাওলা ।

asd
asd

By

Published : Sep 11, 2020, 10:46 PM IST

মুম্বই : ফের নতুন করে মিটু বিতর্কে নাম জড়িয়ে পড়ল পরিচালক সাজিদ খানের । এক মডেলকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে তাঁকে নগ্ন হওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি । এমনকী, শরীরের নানা জায়গায় অশ্লীলভাবে স্পর্শও করেছিলেন বলে সাজিদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পাওলা ।

আর সাজিদের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসার পরই তাঁকে গ্রেপ্তারের দাবি জানান নেটিজ়েনরা । টুইটারে #অ্যারেস্টসাজিদখান ট্রেন্ডিংও হতে শুরু করে ।

নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি পোস্ট করেন পাওলা । লেখেন, "যখন #মিটু ঝড় শুরু হয়েছিল তখন ইন্ডাস্ট্রির অনেকেই সাজিদ খানের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন । কিন্তু, আমি কিছু বলার সাহস পাইনি । কারণ ইন্ডাস্ট্রিতে আমার কোনও গডফাদার ছিল না । আর পরিবারের জন্য রোজগার করার প্রয়োজন ছিল আমার । তাই চুপ ছিলাম ।"

মডেলের পোস্ট

এর পরের পোস্টে তিনি লেখেন, "এখন আমার সঙ্গে আমার পরিবার নেই । এখন নিজের জন্য উপার্জন করি । তাই আজ আর বলতে দ্বিধা নেই যে মাত্র 17 বছর বয়সে সাজিদ খান আমার শারীরিক নির্যাতন করেছিলেন ।"

মডেলের পোস্ট

ইনস্টাগ্রামে একের পর এক পোস্টে বিস্ফোরক মন্তব্য করেন পাওলা । লেখেন, "আমাকে নোংরা কথা বলেন । আমার ইচ্ছের বিরুদ্ধে শরীরে বিভিন্ন জায়গায় হাত দেন । এমনকী, তাঁর আপকামিং ছবি 'হাউজ়ফুল'-এ কাজ পাইয়ে দেওয়ার নাম করে আমাকে নগ্নও হতে বলেছিলেন ।"

মডেলের পোস্ট

এর পরবর্তী পোস্টে লেখেন, "ভগবান জানে যে আর কত মহিলার সঙ্গে তিনি এই কাজ করেছেন ।" তবে এতদিন পর কেন হঠাৎ মুখ খোলার সিদ্ধান্ত নিলেন পাওলা । এ প্রসঙ্গে জানান, "সে সময় মাথার উপর কেউ ছিল না । আমার সাহস ছিল না সাজিদের বিরুদ্ধে কথা বলার । তবে এখন সেগুলি নিয়ে কথা বলার সময় এসে গিয়েছে । তবে সেই সময় এ বিষয়টি প্রকাশ্যে না এনে খুব বড় ভুল করেছি ।"

মডেলের পোস্ট

আর সব শেষ পোস্টে তিনি লেখেন, "ওঁর জায়গা জেল । শুধু কাস্টিং কাউচের অপরাধই নয় । এক নবাগতার স্বপ্নকে ছিনিয়ে নিয়েছিলেন উনি ।" এই পোস্টের ক্যাপশনে লেখেন, "গণতন্ত্র শেষ হয়ে যাওয়ার আগে আমার মনে হল এ বার আমার মুখ খোলা দরকার !"

মডেলের পোস্ট

প্রায় দু'বছর আগে মিটু ঝড়ে ওলটপালট হয়ে গিয়েছিল বলিউড । একের পর এক কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল বলিউডের প্রথম সারির একাধিক তারকাকে । অনু মালিক থেকে শুরু করে নানা পটেকর সহ সেই তালিকায় নাম ছিল সাজিদেরও । আবারও নতুন করে মিটু বিতর্কে জড়িয়ে পড়ল তাঁর নাম । তবে এনিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি সাজিদ ।

ABOUT THE AUTHOR

...view details