পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Saira Banu remembers Dilip Kumar on birthday : মৃত্যুর পর দিলীপ কুমারের প্রথম জন্মদিন, আবেগঘন স্ত্রী সায়রা বানু

'দিলীপজি' চলে যাওয়ায় তাঁর জীবনে এক 'ভয়ঙ্কর শূন্যস্থান' তৈরি হয়েছে (Saira Banu says absence of Dilip Kumar is terrible vaccum to her) ৷ যে শূন্যস্থান আর পূরণ হওয়ার নয় ৷ আবেগঘন বার্তায় জানালেন বর্ষীয়ান অভিনেত্রী ৷

Saira Banu remembers Dilip Kumar on birthday
মৃত্যুর পর দিলীপ জি'র প্রথম জন্মদিন, আবেগঘন সায়রা বানু

By

Published : Dec 11, 2021, 6:06 PM IST

মুম্বই, 11 ডিসেম্বর : তিনি চলে গিয়েছেন ছ'মাস হল ৷ তবু তাঁর ছায়া যেন এখনও প্রতিটা পদক্ষেপে আগলে রাখে তাঁকে ৷ এই ভাষাতেই 99তম জন্মদিনে ভারতীয় চলচ্চিত্রের মহীরুহ দিলীপ কুমারকে স্মরণ করলেন স্ত্রী সায়রা বানু (Saira Banu remembers Dilip Kumar on his 99th birthday) ৷ 'দিলীপ জি' চলে যাওয়ায় তাঁর জীবনে এক 'ভয়ঙ্কর শূন্যস্থান' তৈরি হয়েছে, যে শূন্যস্থান আর পূরণ হওয়ার নয় (Saira Banu says absence of Dilip Kumar is terrible vaccum to her) ৷ আবেগঘন বার্তায় জানালেন বর্ষীয়ান অভিনেত্রী ৷

দিলীপ কুমারের মৃত্যুর পর সেভাবে প্রকাশ্যে পাওয়া যায়নি সায়রা বানুকে ৷ তবে অভিনেতার মৃত্যু পরবর্তী প্রথম জন্মদিনে সামনে এল স্ত্রী'র বার্তা (Saira Banu gets emotional on Dilip Kumar birthday) ৷ বেশি কথা বলতে না চাইলেও পিটিআইকে সায়রা বানু বলেন, "আমি আজ প্রার্থনার মধ্যে ওনাকে স্মরণ করব ৷ যদিও আমি আজ বেশি কথা বলার অবস্থায় নেই ৷ তবে জুহু গার্ডেনে যেখানে তাঁকে সমাধিস্থ করা আছে সেখানে একবার ঘুরে আসতে চাই ৷"

দিলীপ কুমার না থাকলেও রয়ে গিয়েছে তাঁর অসংখ্য গুণমুগ্ধ অনুরাগী ৷ মুঘল-এ-আজম, দেবদাস, রাম অর শ্যাম-সহ কালজয়ী বহু সিনেমার মধ্যে দিয়ে দিলীপ কুমার হৃদয় জিতে নিয়েছিলেন অসংখ্য মানুষের ৷ তাই 99তম জন্মদিনেও সকাল থেকেই রং-বেরংয়ের ফুলের বুকেতে ভরে গিয়েছে ঘর ৷ কেবল দেশ নয়, বিদেশ থেকেও আসছে উপহারের ডালি ৷ জানান সায়রা ৷

আরও পড়ুন :Dilip Kumar : একটা প্রতিষ্ঠানের অবসান, দিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড

সাগিনা, বৈরাগ, গোপি ছবিতে একইসঙ্গে স্ক্রিন শেয়ারের পর 1966 বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দিলীপ কুমার-সায়রা বানু ৷ দীর্ঘ 55 বছর একসঙ্গে কাটানোর পর 'দো দিল এক জান' দিলীপ-সায়রা হয়ে উঠেছিলেন একে অন্যের পরিপূরক ৷ জন্মদিনে তাই দিলীপ জি'র পছন্দ নিয়ে বলতে গিয়ে নষ্ট্যালজিক দিলীপ-পত্নী ৷ সায়না বানু বলেন, "উনি ভাল পোশাক এবং ভাল খাবারের খুব কদর করতেন ৷ নিজেও দারুণ রাঁধতে পারতেন ৷ রান্না করতে ইচ্ছে করলেই নতুন কোনও স্যুপ বা নতুন পদ রান্না করে খাওয়াতেন ৷"

"সকল দাম্পত্য়েই মান-অভিমান থাকে ৷ তবুও আমরা একসঙ্গে দারুণ সব সময় কাটিয়েছি ৷ ওনার সঙ্গে থাকতে পারাটা আমার সৌভাগ্য ৷ সবসময় আমাকে সমর্থন জুগিয়ে গিয়েছেন উনি ৷ আমি ওনার কাছে ঋণী ৷ আমার মধ্যে আজীবন বেঁচে থাকবেন উনি ৷" শেষ করেন দিলীপ-জায়া ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details