হায়দরাবাদ : সাইনা নেওয়ালের সঙ্গে দেখা করতে হায়দরাবাদ এসেছিলেন পরিণীতি চোপড়া । তখন তাঁকে মায়ের হাতে তৈরি আলুর পরোটা খাওয়ান সাইনা । আর চেটেপুটে তা খেয়ে নেন অভিনেত্রী ।
সাইনার বায়োপিকে অভিনয় করছেন পরিণীতি । তা নিয়ে খুবই ব্যস্ত তিনি । স্ক্রিনে চরিত্রটিকে ফুটিয়ে তুলতে যথেষ্ট কসরত করছেন । দিনের পর দিন ব্যাডমিন্টন অনুশীলনও করতে দেখা গেছে । আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন । কিন্তু, হঠাৎই অনুশীলনের সময় তাঁর ঘাড়ে চোট লাগে । তার জন্য বেশ কিছুদিন বন্ধ ছিল শুটিং । চোট সারিয়ে পরিণীতি ব্যাডমিন্টন কোর্টে ফিরতেই শুটিং শুরু হয় ।