মুম্বই : সাইনা নেহওয়াল, হরিয়ানা থেকে উঠে আসা মেয়েটা পৃথিবীর এক নম্বর ব্যাডমিন্টন প্লেয়ারের শিরোপা পেয়েছেন । সহজ ছিল না । বাবা-মা পাশে না থাকলে এই জায়গায় উঠে আসতে পারতেন না সাইনা ।
আমোল গুপ্তের পরিচালনায় এই পুরো জার্নিটা ফুটে উঠবে 'সাইনা' ছবিতে । আর আজ তার একটা ছোট্টো ঝলক দেখা গেল ট্রেলারে । সাইনার চরিত্রে পরিণীতি চমকে দিলেন সবাইকে । শুধু তিনি নন, মা ঊষা রানি দেবীর চরিত্রে মেঘনা মালিক, কোচের চরিত্রে মানব কল সহ ছবির প্রত্যেকেই অভিনয় করেছেন মন থেকে ।
আসলে সাইনার জীবনটা এতটা অনুপ্রেরণাদায়ক যে, সেখানে অভিনয় করতে গেলে ভিতরটা কেঁপে উঠবেই । তাঁর গল্প মানুষকে যেমন কাঁদাবে, তেমনই সাহস জোগাবে । ফলে, রিয়েলিস্টিক অভিনয় করতে বাধ্য সবাই ।
মা ঊষা দেবীর উৎসাহেই এই জায়গায় সাইনা ছোট্টো সাইনার প্রথম কোর্টে যাওয়া, প্র্যাক্টিস শুরু করা, এক নম্বরে যাওয়ার স্বপ্ন দেখা, সাফল্য-ব্যর্থতার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া এবং ফিকে হতে হতে ফের সবাইকে মিথ্যে প্রমাণ করে সদর্পে ফিরে আসা...এই পুরোটা একটা ছবিতে তুলে ধরা কঠিন । তবে সেটাই করে দেখিয়েছেন আমোল ।
ভারতবর্ষে প্রায়ই স্পোর্টস বায়োপিক তৈরি হয় এবং সেগুলো বেশিরভাগ সময় ব্লকবাস্টার হয় । 'সাইনা' কি সেই দলে নাম লেখাবে ? জানা যাবে 26 মার্চ, সেদিনই সিনেমা হলে মুক্তি পাবে এই বায়োপিক ।