মুম্বই : ছোটো করে কাটা চুল, গালে তিল, চাহুনিও হুবহু একই রকম । এক ঝলকে পরিণীতি চোপড়াকে দেখলে সাইনা নেহওয়াল বলেই মনে হবে । আর হবে নাই বা কেন ! বড় পরদায় যে সাইনার চরিত্রে অভিনয় করবেন তিনি ।
আসছে সাইনার বায়োপিক । সেখানে তাঁর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরিণীতিকে । আর আজ সোশাল মিডিয়ায় পরিণীতির সেই লুক প্রকাশ্যে আনেন সাইনা । ছবির ক্যাপশনে লেখেন, "আমার লুকঅ্যালাইক"।
এই ছবির শুটিং শুরু হয়েছিল হত বছরের শেষের দিকে । এই চরিত্রের জন্য অনেকদিন ধরে নিজেকে প্রস্তুত করেছিলেন পরিণীতি । তারপর শুরু করেছিলেন শুটিং । প্রথমে সাইনার চরিত্রে অভিনয় করার কথা ছিল শ্রদ্ধা কাপুরের । কিন্তু, হাতে অন্য ছবি থাকায় সেই সময় এই ছবিটি নাকচ করে দিয়েছিলেন তিনি । তারপরই ছবি চলে যায় পরিণীতির হাতে ।