পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সীতা হরণের ঘটনাকে সমর্থন করবে 'আদিপুরুষ', ট্রোলড 'রাবণ' সইফ

ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' ছবিতে নাকি রাবণের সীতা হরণের ঘটনাকে জাস্টিফাই করা হবে । শুধু তাই নয়, সেখানে রাবণের চরিত্রকেও মানবিক চোখে দেখা হবে । এই শুনে বেজায় ক্ষেপেছে নেটিজেনরা । রাবণ চরিত্রে সইফ আলি খানকে সরানোর দাবি জানানো হচ্ছে সোশাল মিডিয়ায় ।

Saif Ali Khan on his role in Aadipurush
Saif Ali Khan on his role in Aadipurush

By

Published : Dec 5, 2020, 3:59 PM IST

মুম্বই : টুইটারে ট্রেন্ডিং সইফ আলি খান । না, তিনি কিছু করেননি । শুধু একটা সাক্ষাৎকার দিয়েছেন । যেখানে সইফ বলেছেন যে, 'আদিপুরুষ' ছবিতে রাবণের চরিত্রকে মানবিক চোখে দেখা হবে । আর এই বলার পর থেকেই তাঁকে ছবি থেকে সরানোর দাবি টুইটারে ।

যখন 'আদিপুরুষ'-এর কাস্টিং তালিকা প্রকাশ করা হয়, তখন থেকেই ট্রোলের শিকার সইফ । রামের চরিত্রে প্রভাস এবং রাবণের চরিত্রে অভিনয় করছেন সইফ । নেটিজেনরা প্রথম থেকেই বলা শুরু করেন যে, তারা সইফকে রাবণের চরিত্রে দেখতে চান না ।

তবে তখন পরিচালক বা ছবির নির্মাতারা বিষয়টিকে খুব একটা পাত্তা দেননি । ফলে কয়েকদিন পরই এই ট্রোলিং বন্ধ হয়ে যায় ।

তবে সেই ছাই চাপা আগুনে অক্সিজেনের মতো কাজ করল সইফের সাম্প্রতিক একটি সাক্ষাৎকার । সেখানে তিনি বলেছেন, "এক শয়তান রাজার চরিত্রে অভিনয় করাটা ইন্টারেস্টিং । তবে আমরা চরিত্রটিকে মানবিক চোখে দেখব । সীতাকে হরণ করা ঘটনাকে সমর্থন করে একটা অন্য দিক তুলে ধরব ।"

সইফের এই বক্তব্যের পর থেকেই সোশাল মিডিয়া উত্তাল । তবে অনেকেই আবার যুক্তিপূর্ণভাবে দাবি করেছেন যে, সইফ তো কেবলমাত্র একজন অভিনেতা । তিনি তো আর স্ক্রিপ্ট লেখেননি ।

2022 সালের 11 অগাস্ট মুক্তি পাওয়ার কথা 'আদিপুরুষ'-এর । তার আগে এই ছবি নিয়ে আর কত গন্ডগোল বাঁধে সেটাই দেখার ।

ABOUT THE AUTHOR

...view details