মুম্বই : টুইটারে ট্রেন্ডিং সইফ আলি খান । না, তিনি কিছু করেননি । শুধু একটা সাক্ষাৎকার দিয়েছেন । যেখানে সইফ বলেছেন যে, 'আদিপুরুষ' ছবিতে রাবণের চরিত্রকে মানবিক চোখে দেখা হবে । আর এই বলার পর থেকেই তাঁকে ছবি থেকে সরানোর দাবি টুইটারে ।
যখন 'আদিপুরুষ'-এর কাস্টিং তালিকা প্রকাশ করা হয়, তখন থেকেই ট্রোলের শিকার সইফ । রামের চরিত্রে প্রভাস এবং রাবণের চরিত্রে অভিনয় করছেন সইফ । নেটিজেনরা প্রথম থেকেই বলা শুরু করেন যে, তারা সইফকে রাবণের চরিত্রে দেখতে চান না ।
তবে তখন পরিচালক বা ছবির নির্মাতারা বিষয়টিকে খুব একটা পাত্তা দেননি । ফলে কয়েকদিন পরই এই ট্রোলিং বন্ধ হয়ে যায় ।