পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সইফ লিখবেন আত্মজীবনী, মিমের বন্যা সোশাল মিডিয়ায় - সইফ আলি খানের আত্মজীবনী

আত্মজীবনী লিখতে চলেছেন সইফ আলি খান । 2021 সালেই মুক্তি পাবে বইটি । তাঁর জীবনের অজানা কাহিনি সেই বইতে তুলে ধরবেন তিনি । তবে এই খবর শুনে নেটিজেনরা বেশ মস্করা করতে ছাড়লেন না । মিমে ভাসল সোশাল মিডিয়া ।

Saif Ali Khan autobiography
Saif Ali Khan autobiography

By

Published : Aug 25, 2020, 9:49 PM IST

মুম্বই : সইফের জীবনে নতুন মোড় । অভিনয় ছেড়ে এবার একটু লেখালেখিতে মন দেবেন তিনি, লিখবেন আত্মজীবনী । এই খবরে অনেকেই খুশি হয়েছেন হয়তো । তবে মস্করা করার লোকেরও অভাব নেই সোশাল মিডিয়ায় ।

একের পর এক মজাদার মিম তৈরি হতে শুরু করেছে সোশাল মিডিয়ায় । সইফের বই লেখার ব্যাপারটা নিয়েই মজা করছেন মিমাররা । মিমের বিষয়বস্তুতে জায়গা করে নিয়েছেন করিনা আর তইমুরও ।

সুশান্তের মৃত্যুর পর ইন্ডাস্ট্রির স্টারকিডদের উপর রোষ গিয়ে পড়েছে নেটিজেনদের । সইফও একজন প্রমিনেন্ট স্টারকিড । তিনি যত সুযোগ পেয়েছেন, অনেকেই তা পান না দাবি নিন্দুকদের । ফলে তাঁর বিরুদ্ধে ক্ষোভ রয়েছেন অনেকের । সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে এই ছোটো ছোটো মিমে ।

সব মিলিয়ে অব্যাহত মিমের বন্যা । এখন কাউকে অপদস্ত করতে একটা মিমই যথেষ্ট । দেখে নিন কয়েকটি মজাদার প্রেজ়েন্টেশন...

সৌজন্যে সোশাল মিডিয়া
সৌজন্যে সোশাল মিডিয়া
সৌজন্যে সোশাল মিডিয়া
সৌজন্যে সোশাল মিডিয়া
সৌজন্যে সোশাল মিডিয়া

সইফের লেখা আত্মজীবনী প্রকাশ করবে হারপার কোলিনস পাবলিশার্স ইন্ডিয়া ।

ABOUT THE AUTHOR

...view details