মুম্বই : আত্মজীবনী লিখতে চলেছেন সইফ আলি খান । তাঁর জীবনের যাবতীয় কাহিনি ও অজানা তথ্য সেই বইতে তুলে ধরতে চান তিনি । 2021 সালেই মুক্তি পাবে বইটি ।
শোনা যাচ্ছে, সেই বইতে জীবনের একাধিক অভিজ্ঞতা, পরিবার, অভিনয় ক্যারিয়ার, জীবনের ওঠা-নামা সবই তুলে ধরা হবে । আসলে মনের সব কথাই ওই বইয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে চান অভিনেতা ।
বইটি প্রকাশ করবে হারপার কোলিনস পাবলিশার্স ইন্ডিয়া । সম্প্রতি আত্মজীবনী সম্পর্কে সইফ বলেন, "অনেক কিছু বদলে গিয়েছে । আর সময়ের সঙ্গে সঙ্গে যদি সেগুলিকে আমরা সংরক্ষণ না করি তাহলে সবই হারিয়ে যাবে । বইটি লিখতে গিয়ে পুরোনো স্মৃতিতে ফিরে গিয়েছিলাম । সেই অনুভূতিটা অসাধারণ । আশাকরি সবার বইটি ভালো লাগবে ।"