পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পাঠকরা নিতে পারবেন না,আত্মজীবনী লেখা বন্ধ করলেন সইফ - সইফ আলি খানের খবর

পাঠকরা তাঁর সততা নিতে পারবেন না । তাই আত্মজীবনী লেখা বন্ধ করে দিলেন সইফ আলি খান ।

saif ali khan scared of his honesty
saif ali khan scared of his honesty

By

Published : Nov 21, 2020, 12:12 PM IST

মুম্বই : জীবন থেকে অনুপ্রাণিত হয়ে আত্মজীবনী লিখছিলেন সইফ আলি খান । বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি বিষয়টি নিয়ে । তবে এখন সেই উচ্ছ্বাসকে দূরে সরিয়ে বিষয়টা নিয়ে দ্বিতীয়বার ভাবছেন সইফ । কী হল হঠাৎ ?

সম্প্রতি একটি চ্যাট শোয়ে এসে একথা বললেন সইফ । বললেন, তিনি যতখানি সততার সঙ্গে আত্মজীবনী লিখবেন সেটা পাঠকরা নিতে পারবেন না । তাই আপাতত এই পরিকল্পনা বাতিল করছেন অভিনেতা ।

সইফের মতে, ভারতীয় পাঠকের একাংশ খুব নেগেটিভ । তারা সবকিছুতেই জোর করে নেগেটিভিটি ঢোকায় । তাদের কাছে নিজের ব্যক্তিগত জীবনকে খুলে দিতে চান না সইফ । এখনও তাঁর পাবলিশারকেও এই সিদ্ধান্তের কথা জাননানি তিনি ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এখন স্টারকিডদের উপর কারণে-অকারণে ক্ষোভ উগরে দিচ্ছে নেটিজেনরা । যোগ্যতার বিচার না করেই নোংরা আক্রমণ করছে তারা এই সব তারকাদের বিরুদ্ধে । তাছাড়া ধর্ম নিয়ে কাদা ছোড়াছুড়ি তো রয়েছেই । সব মিলিয়ে উৎসাহ হারিয়েছেন সইফ ।

তবে কখনও মন পাল্টালে লিখেও ফেলতে পারেন আত্মজীবনী, এমনটাও জানিয়ে রাখলেন খান ।

ABOUT THE AUTHOR

...view details