মুম্বই : 'জওয়ানি জানেমন' ছবিতে সইফ একজন কেয়ার ফ্রি বাবা, যে তার সন্তানের দায়িত্ব নিতে ভয় পায় । সে মনে করে যে, পরিবার মানেই কোথাও আটকে যায়ও, নিজের যৌবনকে হারিয়ে ফেলা । কিন্তু, বাস্তবজীবনে সইফ একজন ফ্যামিলিম্যান । তাই তাঁর কি যৌবন হারানোর ভয় হয় ? সাংবাদিকের এই প্রশ্নে সইফ বললেন...
"জওয়ানি তো কবেই হারিয়েছে ।" সইফের এই কথায় অডিটোরিয়ামে হাসির বন্যা । এরপর একটু সিরিয়াস হয়ে তিনি বলেন, "আমার কখনও ভয় লাগে না । এটা আমার কাছে কোনও সমস্যাই নয় । তুমি যদি মনের দিক থেকে তাজা হও, তুমি যদি সুস্থ থাকো, তাহলে সব ঠিক আছে ।"