পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

লকডাউনের মাঝে শর্মিলার কথাবার্তা শুনে চিন্তায় পড়ে যাচ্ছেন সইফ - সইফ আলি খানের খবর

লকডাউনের মাঝে মা শর্মিলা ঠাকুরের ফিলোজ়ফিকল কথাবার্তা শুনে চিন্তায় পড়ে যাচ্ছেন সইফ আলি খান । মাঝে মাঝেই শর্মিলা বলে উঠছেন যে, এই জীবন থেকে তাঁর আর কিছু পাওয়ার নেই । এই জাতীয় কথায় স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যাচ্ছেন সইফ ।

saif ali khan on Sharmila tagore
saif ali khan on Sharmila tagore

By

Published : Apr 4, 2020, 8:10 PM IST

মুম্বই : স্ত্রী করিনা কাপুর ও ছেলে তইমুরকে নিয়ে সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছেন সইফ আলি খান । মা শর্মিলা এখন দিল্লিতেই থাকেন । মা-কে নিয়ে এমনিতে খুব একটা চিন্তা নেই, তবে লকডাউনের মাঝে মায়ের অতিরিক্ত বিজ্ঞ কিছু মন্তব্যে একটু ভয় পেয়ে যাচ্ছেন তিনি, জানালেন এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে ।

তিনি বলেন, "আমি এমনিতে মাকে নিয়ে খুব একটা চিন্তা করি না । কিন্তু মাঝে মাঝে মা খুব বিজ্ঞ মন্তব্য করছেন এই সময়ে । বলছেন এই জীবন থেকে আমার আর কিছু পাওয়ার নেই, আমি দারুণ জীবন কাটিয়েছি । এই ধরনের কথা শুনে ভয় লাগে ।"

পাঠনরত..

এই লকডাউনের সময়টাকে একটা সমুদ্রযাত্রার সঙ্গে তুলনা করছেন সইফ । তিনি বললেন, "এটা যেন একটা সমুদ্রযাত্রার মতো । আমরা দূর থেকে পারটা দেখতে পাচ্ছি । কিন্তু কাছে যেতে পারছি না, যেন জল আমাদের ঘিরে রেখেছে ।"

তবে এই সময়ে সোশাল মিডিয়ার অবদানকে অগ্রাহ্য় করতে পারছেন না সইফ । তিনি নিজে না থাকলেও, স্ত্রী করিনা সম্প্রতি ইনস্টাগ্রামে হাতে খড়ি করেছেন । তাঁর নিত্যনতুন পোস্ট মনোরঞ্জন করছে ফ্যানেদের ।

ABOUT THE AUTHOR

...view details