মুম্বই : স্ত্রী করিনা কাপুর ও ছেলে তইমুরকে নিয়ে সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছেন সইফ আলি খান । মা শর্মিলা এখন দিল্লিতেই থাকেন । মা-কে নিয়ে এমনিতে খুব একটা চিন্তা নেই, তবে লকডাউনের মাঝে মায়ের অতিরিক্ত বিজ্ঞ কিছু মন্তব্যে একটু ভয় পেয়ে যাচ্ছেন তিনি, জানালেন এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে ।
তিনি বলেন, "আমি এমনিতে মাকে নিয়ে খুব একটা চিন্তা করি না । কিন্তু মাঝে মাঝে মা খুব বিজ্ঞ মন্তব্য করছেন এই সময়ে । বলছেন এই জীবন থেকে আমার আর কিছু পাওয়ার নেই, আমি দারুণ জীবন কাটিয়েছি । এই ধরনের কথা শুনে ভয় লাগে ।"