পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আমিও নেপোটিজ়মের শিকার..", অকপট সইফ - সইফ আলি খানের খবর

যদিও তিনি অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও ক্রিকেটর মনসুর আলি খান পতৌদির ছেলে, যদিও তাঁর পরিবার যথেষ্ট প্রভাবশালী, যদিও তিনি পরিবারের 'ছোটো নবাব'...তবে তার মানে এই নয় যে, তাঁকে ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করতে হয়নি । কথা হচ্ছে সইফ আলি খানকে নিয়ে । নিজেকে "নেপোটিজ়মের শিকার" বললেন সইফ ।

Saif Ali Khan victim of nepotism
Saif Ali Khan victim of nepotism

By

Published : Jul 2, 2020, 9:37 AM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর বলিউডে নেপোটিজ়ম নিয়ে চর্চা তুমুল । নেটিজেনদের আক্রমণের মুখে পড়েছেন প্রভাবশালী পরিবারের স্টারকিডরা । তবে নিজে একজন স্টারকিড ও প্রভাবশালী পরিবারের 'ছোটো নবাব' হওয়া সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করতে হয়েছে সইফ আলি খানকে । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনই জানালেন অভিনেতা ।

সইফ বললেন, "ভারতে অসাম্য আছে । তবে ব্যাপারটা একটু ভালো করে বিশ্লেষণ করা দরকার । নেপোটিজ়ম, ফেবারিটিজ়ম বা দলাদলি এই ব্যাপারটা একেবারে আলাদা । আমিও নেপোটিজ়মের শিকার হয়েছি, কিন্তু কেউ তো কথা বলেনি ।"

সুশান্তের মৃত্যুকে হাতিয়ার করে অনেকেই লাইমলাইটে আসতে চাইছেন বলে ধারণা সইফের । বললেন, "আমার মনে হয় ওই অসহায় ছেলেটার কষ্টটা বোঝার চেষ্টা না করে অনেকেই সময়টার সুযোগ নিচ্ছেন । অনেকে কিছু না বুঝেই তাড়াতাড়ি মন্তব্য করে দিচ্ছেন । সোশাল মিডিয়ায় যেটা চলছে সেটা খুব বিরক্তিকর ।"

ছবি সৌজন্যে উইকিপিডিয়া

সুশান্তের এই মর্মান্তিক পরিণতি কষ্ট দিয়েছে সইফকে । আর তাঁকে নিয়ে অসংখ্য মানুষের এই হিপোক্রিসি আসলে সুশান্তেরই অপমান, মনে করেন অভিনেতা । স্পষ্টবক্তা সইফ এভাবেই পরিষ্কার করলেন বর্তমান পরিস্থিতিকে ।

ABOUT THE AUTHOR

...view details