পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'তান্ত্রিক' নিয়ে আসছেন সইফ আলি খান ও ফাতিমা সানা শেখ - horror comedy

শোনা গেছিল, এক হরর কমেডিতে অভিনয় করতে চলেছেন অভিষেক বচ্চন। ছবিটির নাম 'তান্ত্রিক'। 'মনমর্জিয়া'-র পর এই প্রোজেক্টেই কাজ করার কথা চলছিল তাঁর। কিন্তু, এই প্রোজেক্ট থেকে হাত গোটাতে হয়েছে অভিষেককে। তাঁর জায়গায় এই ছবিতে অন্য়তম মুখ্য় ভূমিকায় দেখা যাবে অপর এক অভিনেতাকে।

saif and fatima

By

Published : Feb 10, 2019, 3:30 PM IST

Updated : Feb 10, 2019, 6:08 PM IST

সূত্রের খবর অনুযায়ী, অভিষেকের বদলে দেখা যাবে সইফ আলি খানকে। তাঁর বিপরীতে অভিনয় করবেন 'দঙ্গল' গার্ল ফাতিমা সানা শেখ। 'তান্ত্রিক' পরিচালনা করছেন পবন কৃপালিনী। এর আগে 'রাগিনী এমএমএস ২', 'ফোবিয়া' ও 'ডর@দা মল' ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি।

এই ছবিটি ছাড়াও রাজকুমার রাওয়ের সঙ্গে একটি ছবিতে কাজ করার কথা আছে ফাতিমার। ছবিটি পরিচালনা করবেন অনুরাগ বাসু। যদিও ছবির নাম এখনও কিছু ঠিক হয়নি। অজয় দেবগন অভিনীত ছবি 'তানাজি'-তে দেখা যাবে সইফকে। এছাড়াও শোনা যাচ্ছে, 'জওয়ানি দিওয়ানি' ও 'দিল বেচারা' ছবি দু'টিতে নজর আসতে পারেন সইফ।


Last Updated : Feb 10, 2019, 6:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details