পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিক্রম বাত্রার বায়োপিকে শতাফ ফিগার - vikram batra biopic

ছবিতে মেজর ওয়াই পি জোশির চরিত্রে অর্থাৎ কার্গিল যুদ্ধের অন্য হিরো মেজর জয়ের চরিত্রে দেখা যাবে শতাফকে।

শতাফ ফিগার

By

Published : May 4, 2019, 7:45 PM IST

কলকাতা : কার্গিল যুদ্ধের হিরো বিক্রম বাত্রার বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে। সেটির পরিচালনা করছেন নতুন পরিচালক বিষ্ণু বর্ধন। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্র এবং কায়রা আডবানীকে। আর সেই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শতাফ ফিগারকে।


করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনসের ছবি এটি। ছবিতে মেজর ওয়াই পি জোশির চরিত্রে অর্থাৎ কার্গিল যুদ্ধের অন্য হিরো মেজর জয়ের চরিত্রে দেখা যাবে শতাফকে। নিজের মুখের সেই খবর সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন শতাফ। বলেছেন, " আমার পরের ছবি ধর্মা প্রোডাকশনের সঙ্গে। অসম্ভব এক্সাইটেড আমি।"

1999 সালে কার্গিল যুদ্ধের নায়ক ছিলেন বিক্রম বাত্রা। তাঁকে নিয়ে আগেও ছবি হয়েছে। LOC কার্গিল ছবিতে অভিষেক বচ্চনকে বাত্রার চরিত্রে দেখা গেছিল।

ABOUT THE AUTHOR

...view details