মুম্বই : 12 অগাস্ট মুক্তি পেয়েছে 'সড়ক 2'-এর ট্রেলার । সবথেকে বেশি ডিসলাইক পেয়েছে ট্রেলারটি । ফলে বিশ্বের সবথেকে বেশি ডিসলাইক পাওয়া ভিডিয়োর মধ্যে তিন নম্বরে রয়েছে এটি । তবে দেশের মধ্যে এক নম্বরে ।
ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গেই তা ট্রোলড হতে শুরু করে সোশাল মিডিয়ায় । ছবির পোস্টার ও ট্রেলার নিয়ে একাধিক মিম তৈরি করেন নেটিজ়েনরা । কেউ বলেন নেপোটিজ়মের আদর্শ উদাহরণ হল এই ছবি । আসলে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সবথেকে বেশি আলোচনা হয়েছে নেপোটিজ়ম নিয়ে । কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে আলিয়া ভাট, করণ জোহর সহ আরও অনেকেই ।
এদিকে এই ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, আলিয়া ভাট ও আদিত্য রয় কাপুর । ছবিটি পরিচালনা করেছেন মহেশ ভাট । অন্যদিকে সিদ্ধার্থ রয় কাপুরের ভাই আদিত্য । আর সেই কারণেই এই ছবিকে নেপোটিজ়মের আদর্শ উদাহরণ হিসেবে দাবি করেছেন নেটিজ়েনরা ।