পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মুক্তি পেল 'সড়ক 2'-এর ট্রেলার - আলিয়া ভাটের সড়ক 2

মুক্তি পেল 'সড়ক 2'-এর ট্রেলার । ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ভিউ ছাড়াল লক্ষাধিক । যেখানে লাইকের সংখ্যা 16 হাজার সেখানে ট্রেলারটি অপছন্দ করেছেন 81 হাজার মানুষ । প্রতি সেকেণ্ডে বাড়ছে সেই সংখ্যাটা । সত্যিই কি এতটা খারাপ 'সড়ক 2'-এর ট্রেলার ? নাকি সুশান্তের মৃত্যুর যন্ত্রণা ছাপ ফেলল ট্রেলারের প্রতিক্রিয়ায় ? প্রশ্ন তুলছেন সমালোচকরা ।

Sadak 2 trailer released
Sadak 2 trailer released

By

Published : Aug 12, 2020, 11:33 AM IST

Updated : Aug 12, 2020, 2:13 PM IST

মুম্বই : অবশেষে মুক্তি পেল 'সড়ক 2'-এর ট্রেলার । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এই ছবি বয়কটের ডাক দেওয়া হলেও, তা কার্যকরী হল না । 28 অগাস্ট ছবি মুক্তির প্রাক্কালে প্রকাশ্যে এল তিন মিনিট দু'সেকেণ্ডের ট্রেলার ।

যদিও ট্রেলার দেখে দর্শকের প্রতিক্রিয়া খুব একটা ভালো নয় । 'সড়ক 2' মুক্তি পেলেও যে তারা সেটা একেবারেই সাদরে গ্রহণ করবেন না তা বুঝিয়ে দিলেন ট্রেলার মুক্তির পরই । লাইক সংখ্যার থেকে পাঁচগুণ বেশি ডিসলাইকের সংখ্যা । এতটাই কি খারাপ 'সড়ক 2'-এর ট্রেলার ?

.

পুরোনো 'সড়ক'-এর রেশ নিয়ে শুরু হয়েছে এই দ্বিতীয় ভাগের ট্রেলার । পূজা ভাটকে পুরো ছবি জুড়ে ছবি হয়েও থাকতে হয়েছে । বাকি সময়টা সঞ্জয় দত্ত, আলিয়া ভাট এবং আদিত্য রায় কাপুরই স্ক্রিন কাঁপিয়েছেন ।

সময় বদলালেও ভালোবাসার ভাষা যে বদলায় না তা দেখাবে 'সড়ক 2' । তাই আলিয়া-আদিত্যর মধ্যে সঞ্জয়-পূজার ছাপ বারবার ফিরে এসেছে । দেখে নিন ট্রেলার..

Last Updated : Aug 12, 2020, 2:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details