মুম্বই : অবশেষে মুক্তি পেল 'সড়ক 2'-এর ট্রেলার । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এই ছবি বয়কটের ডাক দেওয়া হলেও, তা কার্যকরী হল না । 28 অগাস্ট ছবি মুক্তির প্রাক্কালে প্রকাশ্যে এল তিন মিনিট দু'সেকেণ্ডের ট্রেলার ।
যদিও ট্রেলার দেখে দর্শকের প্রতিক্রিয়া খুব একটা ভালো নয় । 'সড়ক 2' মুক্তি পেলেও যে তারা সেটা একেবারেই সাদরে গ্রহণ করবেন না তা বুঝিয়ে দিলেন ট্রেলার মুক্তির পরই । লাইক সংখ্যার থেকে পাঁচগুণ বেশি ডিসলাইকের সংখ্যা । এতটাই কি খারাপ 'সড়ক 2'-এর ট্রেলার ?