মুম্বই : সামনে এল 'সড়ক 2'-এর মুক্তির তারিখ । 28 অগাস্ট ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে এই ছবি । জানালেন আলিয়া ভাট ।
ছবির একটি পোস্টার শেয়ার করেছেন আলিয়া । সঞ্জয় দত্ত, আদিত্য রায় কাপুরের সঙ্গে সড়কপথে হাঁটা দিয়েছেন অভিনেত্রী । তবে কাউকেই সামনে থেকে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে স্পষ্ট ।
মহেশ ভাট পরিচালিত এই ছবির আর এক অভিনেত্রী হলে পূজা ভাট । তবে তাঁকে আড়ালেই রেখেছেন পরিচালক । এখনও অবধি পূজার এক ঝলকও দেখা যায়নি ছবির পোস্টারে । এছাড়া রয়েছেন বাংলার অভিনেতা জিশু সেনগুপ্ত । তিনি আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করছেন ।
নতুন এই পোস্টারটি শেয়ার করেছেন আলিয়া লিখেছেন, "সড়ক 2, ভালোবাসার এই সড়ক খুলবে 28 অগাস্ট, ডিজ়নি প্লাস হটস্টারে ।" সোশাল মিডিয়ায় শুভেচ্ছা দিতে শুরু করে সেলেব থেকে নেটিজেনরা ।
দেখে নিন...