সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে দেওয়া এক সাক্ষাৎকারে অনিল কাপুরকে প্রশ্ন করা হয়, কোন ব্য়ক্তির বায়োপিক বানাতে আগ্রহী তিনি ? বিন্দুমাত্র না ভেবেই অভিনেতার উত্তর, "যেহেতু তিনি শচীনের বড় ভক্ত, তিনি শচীন তেন্ডুলকরকে বেছে নেবেন বায়োপিকের জন্য।"
শচীন তেন্ডুলকরের বায়োপিক বানাতে চান অনিল কাপুর - total dhamaal
বলিউড অভিনেতা অনিল কাপুরও এবার নাম লেখালেন বায়োপিক তৈরির তালিকায়। তবে তাঁকে নিয়ে কোনও বায়োপিক তৈরি হচ্ছে না। বরং তিনি বায়োপিক বানাতে আগ্রহী। বেশ বড় একজন ব্য়ক্তিত্বকেই বেছে নিয়েছেন এই বায়োপিক বানানোর জন্য।
anil and sachin
বর্তমানে 'টোটাল ধামাল' ছবি নিয়ে ব্যস্ত অনিল। এই ছবিতেই আরও একবার মাধুরী দীক্ষিতের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এছাড়াও অজয় দেবগন, বোমান ইরানি, জাভেদ জাফরি, আরশাদ ওয়ারসিকেও দেখা যাবে এই ছবিতে।