রাজস্থান : JNU পড়ুয়াদের সমর্থন জানাতে ক্যাম্পাসে পৌঁছেছিলেন দীপিকা পাড়ুকোন । তারপরেই বিজেপি নেতা তেজেন্দ্র পাল দীপিকার ছবি বয়কট করার ডাক দেন । কিন্তু, এই মানসিকতার বিরোধীতা করলেন রাজস্থানের ডেপুটি চিফ মিনিস্টার সচিন পাইলট ।
সচিন পাইলট বলেন, "কেউ সরকারের পক্ষে হোক বা বিপক্ষে হোক, তার মানে এই নয় যে তাঁর সিনেমা না দেখার পরামর্শ দেওয়া হবে । আমি তো বলব এরপর ওঁর ছবি আরও বেশি করে দেখবে মানুষ । তবে এটা খুব ছোটো মানসিকতা যে, কেউ আপনার পক্ষে না হলে আপনি তাঁর ফিল্ম বয়কট করতে বলবেন ।"