পশ্চিমবঙ্গ

west bengal

'ষাঁণ্ড কি আঁখ'-কে করমুক্ত করল কেজরিওয়ালের সরকার

উত্তরপ্রদেশ ও রাজস্থানের পর এবার দিল্লিতে করমুক্ত 'ষাঁণ্ড কি আঁখ'।

By

Published : Oct 25, 2019, 9:37 PM IST

Published : Oct 25, 2019, 9:37 PM IST

ETV Bharat / sitara

'ষাঁণ্ড কি আঁখ'-কে করমুক্ত করল কেজরিওয়ালের সরকার

Saand Ki Aankh is tax free in Delhi

নিউ দিল্লি : সম্প্রতি 'ষাঁণ্ড কি আঁখ' ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে গেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর আজই ছবিটিকে স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (SGST) মুক্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

শুধু কেজরিওয়ালই নয়, তাঁর পরিবার ও শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়াও গেছিলেন 'ষাঁণ্ড কি আঁখ'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে। এর আগে উত্তরপ্রদেশ ও রাজস্থানে করমুক্ত ঘোষণা করা হয়েছিল ছবিটি। এবার রাজধানী শহরে...স্বাভাবিকভাবেই খুশি ছবির কলাকুশলীরা।

অরবিন্দ...

অরবিন্দ নিজের টুইটারে জানিয়েছেন খবরটা। লিখেছেন, "এই ছবির বার্তা সমাজের প্রতিটা বয়স, জেন্ডার ও স্তরের মানুষের কাছে ছড়িয়ে যাওয়া উচিত। সামাজিক ও সাংস্কৃতিক বাধা পেরিয়ে স্বপ্ন দেখার ক্ষমতা ও সেই স্বপ্ন অর্জন করার ক্ষমতা এই ছবি দেখে শেখা উচিত।"

অরবিন্দের টুইট

তাপসী ও ভূমি নিজেদের প্রায় দ্বিগুণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন। সেই নিয়ে সমালোচনাও হয়েছিল কোনও কোনও ক্ষেত্রে। নীনা গুপ্ত বলেছিলেন, "অন্তত আমাদের বয়সী চরিত্রগুলো আমাদের জন্য ছেড়ে দেওয়া হোক।" কিন্তু, ছবিটি মুক্তির পর প্রত্যেকের থেকে ভালো রিভিউ পাচ্ছে 'ষাঁণ্ড কি আঁখ'।

ABOUT THE AUTHOR

...view details