পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'সাহো'-র টিজ়ারে প্রভাস আর শ্রদ্ধার রোমহর্ষক জার্নি

২০১৯-এর অন্যতম প্রতীক্ষিত ছবি প্রভাসের 'সাহো'। অবশেষে মুক্তি পেল ছবির টিজ়ার।

সাহো

By

Published : Jun 13, 2019, 12:50 PM IST

মুম্বই : প্রায় দেড় মিনিটের টিজ়ারে দর্শককে একটা রোমহর্ষক অভিজ্ঞতা দিল 'সাহো'। ছবিতে প্রভাস ছাড়াও রয়েছেন শ্রদ্ধা কাপুর, জ্যাকি শ্রফ, নীল নিতীন মুকেশ, অরুণ বিজয় প্রমুখ।

টিজ়ারে খুব বেশি ডায়লগ খরচ করেননি পরিচালক সুজিত। বরং তাৎপর্যপূর্ণ মিউজ়িকে জমজমাট এই টিজ়ার।

দেখে নিন সেই টিজ়ার...

ABOUT THE AUTHOR

...view details