মুম্বই : প্রায় দেড় মিনিটের টিজ়ারে দর্শককে একটা রোমহর্ষক অভিজ্ঞতা দিল 'সাহো'। ছবিতে প্রভাস ছাড়াও রয়েছেন শ্রদ্ধা কাপুর, জ্যাকি শ্রফ, নীল নিতীন মুকেশ, অরুণ বিজয় প্রমুখ।
'সাহো'-র টিজ়ারে প্রভাস আর শ্রদ্ধার রোমহর্ষক জার্নি
২০১৯-এর অন্যতম প্রতীক্ষিত ছবি প্রভাসের 'সাহো'। অবশেষে মুক্তি পেল ছবির টিজ়ার।
সাহো
টিজ়ারে খুব বেশি ডায়লগ খরচ করেননি পরিচালক সুজিত। বরং তাৎপর্যপূর্ণ মিউজ়িকে জমজমাট এই টিজ়ার।
দেখে নিন সেই টিজ়ার...