পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'জ়িরো'-র পরিচলকের সঙ্গে বিবাদে জড়িয়েছেন শাহরুখ ? - Aanand L Rai

বড় স্টার কাস্ট। সেই সঙ্গে বড় বাজেটও। কিন্তু, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে 'জ়িরো'। আর সেই থেকেই নাকি কিং খানের সঙ্গে তুমুল ঝগড়া 'জ়িরো'-র পরিচলক আনন্দ এল রাইয়ের।

সংগৃহীত ছবি

By

Published : May 15, 2019, 3:20 PM IST


মুম্বই : শাহরুখের সঙ্গে নাকি আনন্দ এল রাইয়ের ব্যাপক ঝামেলা বেধেছে। এর কারণ নাকি শাহরুখ নিজে। কারণ, শাহরুখ মনে করেন ছবিটি ব্যর্থ হয়েছে পরিচালকের দোষেই। সেই থেকেই নাকি দু'জনের কথা বলা বন্ধ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে শাহরুখ ও আনন্দের মধ্যের দূরত্বের কথা জানিয়েছে। ছবির ব্য়র্থ হওয়ার পিছনে শাহরুখ দায়ী করেছেন আনন্দকে।

গত ডিসেম্বরে বহু প্রতীক্ষিত ছবিটি মুক্তি পায়। ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মার সঙ্গে কিং অফ রোম্যান্সকে বামনের চরিত্রে দেখা যায়। যদিও সূত্রের খবর, নিজের চরিত্রে অনেক বদল চেয়েছিলেন শাহরুখ। কিন্তু, আনন্দ তাতে রাজি হননি। পরে ছবির ব্যর্থ হওয়ার পিছনে সব দায়ে এসে পড়ে পরিচালকের উপর।

এই প্রসঙ্গে কিং খান বা আনন্দ কেউই কোনও প্রতিক্রিয়া দেননি। এমনকী বলিউডের বিভিন্ন মহল সূত্রেও এমন কোনও কথা স্বীকার করা হয়নি। বরং শাহরুখের সঙ্গে আনন্দের সম্পর্ক ভালোই আছে বলে দাবি করেছেন অনেকে।

ABOUT THE AUTHOR

...view details