মুম্বই : ক্যাটরিনা কাইফের সঙ্গে নাকি ডেট করছেন ভিকি কৌশল । এই জল্পনা বেশ কিছু দিন ধরেই চলছে । যদিও তা নিয়ে কোনও মন্তব্য করেননি এই দুই তারকা । তবে শোনা যাচ্ছে, এবার একসঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন তাঁরা । তাও আবার নিউ ইয়ার ইভে ।
সূত্রের খবর, সম্পর্ক নিয়ে নাকি খুবই সিরিয়াস ক্যাটরিনা ও ভিকি । কিছুদিনের মধ্যেই হয়তো তাঁরা বিষয়টি প্রকাশ্যে আনবেন । এমনকী, কয়েকটি পাবলিক ইভেন্টেও একসঙ্গে দেখা যাবে তাঁদের । কিন্তু, তার আগে একসঙ্গে নতুন বছরের ছুটি কাটাতে চলেছেন তাঁরা ।
এই দুই তারকার ঘনিষ্ঠ মহলের তরফে জানানো হয়েছে, তাঁরা ডেট করছেন না । কিন্তু, তাঁদের একে অপরের বেশ ভালোই লাগে । ধীরে ধীরে পরিপক্ক হচ্ছে তাঁদের সম্পর্ক । এদিকে ক্যাটরিনার সৌন্দর্যে নাকি পুরো পাগল ভিকি । ঘনিষ্ঠ মহলে সময় পেলেই নাকি শুধু ক্যাটরিনার কথা বলছেন তিনি ।
সম্প্রতি মুম্বইতে একসঙ্গে ডিনারে গিয়েছিলেন তাঁরা । রেস্তরাঁ মালিকের সঙ্গে ছবিও তোলেন । এরপর দীপাবলির সময় এক বন্ধুর বাড়িতে একসঙ্গে তাঁদের দেখা গিয়েছিল । একসঙ্গে সেই বাড়িতে বেরিয়ে দু'জনেই আলাদা গাড়িতে চড়ে বেরিয়ে যান । পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা পড়েছিল সেই ছবি । তবে এখনও পর্যন্ত ডেট বা সম্পর্ক নিয়ে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউই । বিষয়টি সত্যি কি না তা অবশ্য সময়ই বলে দেবে ।