পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এবার পরিচালকের ভূমিকায় টিসকা, আগামীকাল মুক্তি পাবে 'রুবারু' - Tisca Chopra director

এবার পরিচালকের ভূমিকায় দেখা গেল টিসকা চোপড়াকে । ছবির নাম 'রুবারু'। এটি আদতে একটি শর্ট ফিল্ম । আগামীকাল মুক্তি পাবে ছবিটি ।

asd
aSd

By

Published : Nov 27, 2020, 10:57 AM IST

মুম্বই : অভিনয় দক্ষতার জোরে আগেই দর্শকদের মন জয় করে নিয়েছেন টিসকা চোপড়া । আর এবার এক নতুন পালক যুক্ত হল তাঁর মুকুটে । অভিনয়ের পাশাপাশি এবার পরিচালনাও করলেন তিনি । 'রুবারু' নামে একটি শর্ট ফিল্মের পরিচালনা দিতে দেখা গেল তাঁকে । আগামীকাল মুক্তি পাবে ছবিটি ।

ছবিতে রাধা মলহোত্রা নামে এক অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন টিসকা । রাধাকে প্রথম সারির অভিনেত্রী বলা চলে । কিন্তু, হঠাৎই তার হাত থেকে একাধিক ছবির সুযোগ চলে যেতে শুরু করে । অভিনয় ক্যারিয়ারকে বাঁচিয়ে রাখার জন্য থিয়েটার শুরু করে সে । কিন্তু, সেখানেও দর্শকদের মনে দাগ কাটতে পারেনি তার অভিনয় । আর আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাওয়ার ফলে সে মানসিক অশান্তিতে ভুগতে শুরু করে । একজন অভিনেতার মানসিক যন্ত্রণা তুলে ধরা হয়েছে ছবির মধ্যে ।

আসলে আপাত দৃষ্টিতে ফিল্ম ইন্ডাস্ট্রি অত্যন্ত গ্ল্যামারাস বলে মনে হলেও সেখানে টিকে থাকা খুবই কঠিন বিষয় । আর তার জন্য অনেক লড়াই করতে হয় তারকাদের । সেই লড়াইয়ের পরও সাফল্য না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন অনেকেই । এই গল্পই ফুটিয়ে তোলা হয়েছে 'রুবারু'-তে ।

লকডাউনের মধ্যে চারদিন ধরে এই ছবির শুটিং করেছেন কলাকুশলীরা । ছবিতে টিসকার পাশাপাশি দেখা যাবে অর্জুন মাথুর ও চিত্রাশি রাওয়াতকে । ছবিটি প্রযোজনা করেছেন বিপুল ডি শাহ ও টিসকা চোপড়া ।

ABOUT THE AUTHOR

...view details