মুম্বই : অভিনয় দক্ষতার জোরে আগেই দর্শকদের মন জয় করে নিয়েছেন টিসকা চোপড়া । আর এবার এক নতুন পালক যুক্ত হল তাঁর মুকুটে । অভিনয়ের পাশাপাশি এবার পরিচালনাও করলেন তিনি । 'রুবারু' নামে একটি শর্ট ফিল্মের পরিচালনা দিতে দেখা গেল তাঁকে । আগামীকাল মুক্তি পাবে ছবিটি ।
ছবিতে রাধা মলহোত্রা নামে এক অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন টিসকা । রাধাকে প্রথম সারির অভিনেত্রী বলা চলে । কিন্তু, হঠাৎই তার হাত থেকে একাধিক ছবির সুযোগ চলে যেতে শুরু করে । অভিনয় ক্যারিয়ারকে বাঁচিয়ে রাখার জন্য থিয়েটার শুরু করে সে । কিন্তু, সেখানেও দর্শকদের মনে দাগ কাটতে পারেনি তার অভিনয় । আর আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাওয়ার ফলে সে মানসিক অশান্তিতে ভুগতে শুরু করে । একজন অভিনেতার মানসিক যন্ত্রণা তুলে ধরা হয়েছে ছবির মধ্যে ।