পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

চিনতে পারছেন এই গ্ল্যামারাস অভিনেত্রীকে ? - জাহ্নবী কাপুরের খবর

উপরের ছবিটি এক গ্ল্যামারাস অভিনেত্রীর । ভূতের চরিত্রে অভিনয় করে সবার রোম খাড়া করে দিচ্ছেন এই অভিনেত্রী । কে বলুন তো ?

Janhvi kapoor with rajkumar rao
Janhvi kapoor with rajkumar rao

By

Published : Feb 16, 2021, 5:19 PM IST

মুম্বই : মুক্তি পেল 'রুহি'-র ট্রেলার । গ্ল্যামার মেক-আপ ছেড়ে একেবারে ভূতের চরিত্রে জাহ্নবী কাপুর । এদিকে তোতলা রাজকুমার রাও সেই ভূতেরই প্রেমে পড়েছে । ভূতকে শান্ত করার একমাত্র উপায় তাকে বিয়ে করা । বেজায় ঝামেলায় রাজকুমার ।

তবে শুধু রাজকুমার নন, তার এক দোসর এবং প্রতিদ্বন্দ্বীও রয়েছে । তিনি হলেন বরুণ শর্মা । রাজকুমারের সঙ্গে তাল মিলিয়ে কমেডি অ্যাক্টিং করেছেন বরুণ । তিনিও জাহ্নবীর প্রেমে পড়েছেন । ভূতুড়ে ত্রিকোণ আর কাকে বলে !

রাজকুমার ও বরুণ

2018 সালে 'স্ত্রী' ছবিটির কথা মনে আছে ? এর আগে এত ভালো হরর কমেডি ছবি দেখা যায়নি বলিউডে । 100 কোটি টাকার ব্য়বসা করে 'স্ত্রী' । সেই ধাঁচেই আসছে এই হরর কমেডি 'রুহি' । দু'টি ছবির প্রযোজনায় একই সংস্থা, ম্যাডক ফিল্মস ।

রাজকুমার রাও, জাহ্নবী কাপুর, বরুণ শর্মা অভিনীত এই ছবির ট্রেলার মুক্তি পেল আজ । খুব অল্প সময়ের মধ্যেই ট্রেলারটি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় । দর্শকের খুব মনে ধরেছে মজাদার অথচ ভয়ানক 'রুহি'-কে । রাজকুমার আর বরুণের এই রূপ তাও আগে দেখেছেন দর্শক, তবে চোখ ফেরানো গেল না জাহ্নবীর দিক থেকে ।

দেখে নিন..

'রুহি' মুক্তি পাবে চলতি বছরের 11 মার্চ ।

ABOUT THE AUTHOR

...view details