মুম্বই : কোনও ছবি তৈরির মূল উদ্দেশ্য বক্স অফিসে ভালো বাণিজ্য করা। কনটেন্ট হোক বা সুপারস্টার, যার প্রভাবেই হোক, ভালো ব্যবসা করাটাই কোনও ছবির মূল লক্ষ্য। তাই বক্স অফিস ফিগারগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মিডিয়া বা প্রযোজকদের কাছে। কিন্তু, এই ফিগারকে আরও সত্যতাপূর্ণ হতে হবে, মত প্রযোজক রনি স্ক্রিুওয়ালার।
আজ রনি একটি টুইটার পোস্টের মাধ্যমে জানান যে, "বক্স অফিসের সমস্ত রিপোর্ট সঠিক ভাবে দেওয়ার সময় আসেনি? তথ্যের সত্যতা কোনও ছবির গ্রহণযোগ্যতা বাড়ায়, সিনেমা ইন্ডাস্ট্রির জন্য সেটার খুবই দরকার।"