পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বড় পরদায় জীবন্ত হয়ে উঠবেন ধ্যান চাঁদ - Dhyan Chand biopic to direct Abhishek Chaubey

আগামী বছরের শুরু হবে হকি তারকা ধ্যান চাঁদের বায়োপিকের শুটিং । ছবিটি পরিচালনা করবেন অভিষেক চৌবে । আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন রনি স্ক্রুওয়ালা ।

sdf
sdf

By

Published : Dec 15, 2020, 9:14 PM IST

মুম্বই : শীঘ্রই বড় পরদায় জীবন্ত হয়ে উঠবেন হকি তারকা ধ্যান চাঁদ । আসছে তাঁর জীবন কাহিনি । আর এই বায়োপিক পরিচালনা করবেন অভিষেক চৌবে ।

এর আগে 'উড়তা পঞ্জাব' ও 'ইশকিয়া'-র মতো ছবি পরিচালনা করেছেন অভিষেক । প্রায় এক বছর ধরে সুপ্রতীক সেনের সঙ্গে এই বায়োপিকের স্ক্রিপ্ট লিখছেন তিনি । সব ঠিক থাকলে 2021 সালেই শুরু হবে এই ছবির শুটিং । তবে ছবিতে কারা অভিনয় করবেন সেই সম্পর্কে অবশ্য এখনও কিছু জানা যায়নি ।

বিশ্বের সেরা হকি খেলোয়াড়দের মধ্যে একজন ছিলেন ধ্যান চাঁদ । বাইশ বছরের ঝকঝকে কেরিয়ারে (1926-1948) চারশোর বেশি আন্তর্জাতিক গোল করেছেন তিনি ৷ ইউরোপীয় খবরের কাগজগুলি তাঁকে হকির জাদুকর তকমা দিয়েছিল । 1936 সালে বার্লিনে, মিউনিখ অলিম্পিকে ভারতীয় হকি দল জার্মানিকে 8-1 গোলে হারিয়েছিল । খেলা শেষ হওয়ার পর, ধ্যান চাঁদকে আমন্ত্রণ জানিয়েছিলেন অ্যাডল্ফ হিটলার । এবং তাঁকে জার্মানি আর্মি হকি টিমে যোগ দেওয়ার প্রস্তাব দেন । কিন্তু, সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিলেন তিনি । আজও তিনি স্মরণীয় হয়ে আছেন তাঁর গোল করার নজির এবং তিনটি অলিম্পিকে (1928, 1932 ও 1936) হকিতে স্বর্ণপদকের জন্য । 1979 সালের 3 ডিসেম্বর লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় ।

আর এবার এই মহান হকি খেলোয়াড়ের জীবনী বড় পরদায় তুলে ধরতে চলেছেন অভিষেক । এই ছবি প্রসঙ্গে তিনি বলেন, "অন্যতম সেরা হকি খেলোয়াড় ছিলেন ধ্যান চাঁদ । তাঁর বায়োপিক তৈরি করার সুযোগ পেয়ে আমি গর্বিতবোধ করছি । তাঁর সম্পর্কে রিসার্চ করার জন্য আমাদের কাছে অনেক জিনিস রয়েছে । আর বিশ্বাস করুন তাঁর প্রতিটা জয় নিয়ে আলাদা করে সিনেমা তৈরি করা যেতে পারে । রনি স্ক্রুওয়ালার মতো একজন মানুষ এই ছবি প্রযোজনা করছেন এটা ভেবেও খুবই ভালো লাগছে । ছবির শুটিং শুরু করার জন্য মুখিয়ে রয়েছি । আশাকরি খুব তাড়াতাড়ি মুখ্য চরিত্রদের নাম ঘোষণা করতে পারব ।"

বাবার বায়োপিক তৈরি হবে একথা জানতে পেরে খুবই খুশি ধ্যান চাঁদের ছেলে অশোক কুমার । তিনি বলেন, "আজ পর্যন্ত ধ্যান চাঁদের মতো হকি খেলোয়াড় এই বিশ্বে তৈরি হয়নি । এবার তাঁর কাহিনি গোটা বিশ্ব দেখতে পাবে । এর জন্য আমি ও পরিবারের সবাই খুব খুশি ।"

সব ঠিক থাকলে 2022 সালেই হলে মুক্তি পাবে ছবিটি ।

ABOUT THE AUTHOR

...view details