মুম্বই : শীঘ্রই বড় পরদায় জীবন্ত হয়ে উঠবেন হকি তারকা ধ্যান চাঁদ । আসছে তাঁর জীবন কাহিনি । আর এই বায়োপিক পরিচালনা করবেন অভিষেক চৌবে ।
এর আগে 'উড়তা পঞ্জাব' ও 'ইশকিয়া'-র মতো ছবি পরিচালনা করেছেন অভিষেক । প্রায় এক বছর ধরে সুপ্রতীক সেনের সঙ্গে এই বায়োপিকের স্ক্রিপ্ট লিখছেন তিনি । সব ঠিক থাকলে 2021 সালেই শুরু হবে এই ছবির শুটিং । তবে ছবিতে কারা অভিনয় করবেন সেই সম্পর্কে অবশ্য এখনও কিছু জানা যায়নি ।
বিশ্বের সেরা হকি খেলোয়াড়দের মধ্যে একজন ছিলেন ধ্যান চাঁদ । বাইশ বছরের ঝকঝকে কেরিয়ারে (1926-1948) চারশোর বেশি আন্তর্জাতিক গোল করেছেন তিনি ৷ ইউরোপীয় খবরের কাগজগুলি তাঁকে হকির জাদুকর তকমা দিয়েছিল । 1936 সালে বার্লিনে, মিউনিখ অলিম্পিকে ভারতীয় হকি দল জার্মানিকে 8-1 গোলে হারিয়েছিল । খেলা শেষ হওয়ার পর, ধ্যান চাঁদকে আমন্ত্রণ জানিয়েছিলেন অ্যাডল্ফ হিটলার । এবং তাঁকে জার্মানি আর্মি হকি টিমে যোগ দেওয়ার প্রস্তাব দেন । কিন্তু, সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিলেন তিনি । আজও তিনি স্মরণীয় হয়ে আছেন তাঁর গোল করার নজির এবং তিনটি অলিম্পিকে (1928, 1932 ও 1936) হকিতে স্বর্ণপদকের জন্য । 1979 সালের 3 ডিসেম্বর লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় ।