মুম্বই : অনলাইন ডেলিভারি অ্যাপে অর্ডার দিয়ে বিপাকে অভিনেতা রণিত রায় । ছেলের জন্য প্লে স্টেশনের অর্ডার দিয়ে পেলেন সাদা কাগজ ।
নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে অভিযোগ জানিয়েছেন রণিত । অনলাইন ডেলিভারি জায়েন্টের এই ভুলে বিব্রত তিনি ।
মুম্বই : অনলাইন ডেলিভারি অ্যাপে অর্ডার দিয়ে বিপাকে অভিনেতা রণিত রায় । ছেলের জন্য প্লে স্টেশনের অর্ডার দিয়ে পেলেন সাদা কাগজ ।
নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে অভিযোগ জানিয়েছেন রণিত । অনলাইন ডেলিভারি জায়েন্টের এই ভুলে বিব্রত তিনি ।
রণিত লিখেছেন, "আমার ছেলে প্লে স্টেশন 4 অর্ডার করেছিল । প্যাকেজে একটা সাদা কাগজ এসেছে । প্লে স্টেশনের কোনও ডিস্ক আসেনি । দয়া করে তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করুন ।"
ভিডিয়োতে পুরো পার্সেলটি খুলে দেখিয়েছেন রণিত । দেখে নিন...
গত মাসে 13 বছরে পা দিয়েছেন রণিতের ছেলে অগস্ত্য । ছেলের 13 বছরের জন্মদিনে ইনস্টাগ্রামে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি ।