মুম্বই : কেউ বানাচ্ছেন ব্লাউজ় দিয়ে । আবার কেউ বানাচ্ছেন ডায়পার দিয়ে । পাশাপাশি রুমাল তো চলছেই । মাস্ক নিয়ে এখন আর চিন্তার কোনও কারণ নেই । বাড়িতে হাতের কাছে থাকা জিনিস দিয়েই কীভাবে চটজলদি মাস্ক তৈরি করা যায় সেকথা বেশ কিছুদিন ধরেই সোশাল মিডিয়ায় শেয়ার করে চলেছেন তারকারা । আর এবার সেই তালিকায় যুক্ত হলেন রণিত বোস রায় । সম্প্রতি টি শার্ট দিয়ে মাস্ক তৈরির কৌশল সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি ।
দেশে এমন অনেক জায়গাই রয়েছে যেখানে মাস্ক পাওয়া যাচ্ছে না বললেই চলে । এদিকে কোরোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক না পরে কেউ বাইরে বের হতে পারবেন না বলে প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে । কিন্তু, দোকান-বাজার করতে বাইরে যেতেই হবে । তাহলে এখন উপায় ? এর জন্য একটি সহজ উপায় বাতলেছেন রণিত । বাড়িতে থাকা টি শার্ট দিয়েই প্রোটেক্টিভ মাস্ক তৈরির কথা জানিয়েছেন তিনি ।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন রণিত । টি শার্ট দিয়ে কীভাবে সহজ উপায় মাস্ক তৈরি করা হয় তা ওই ভিডিয়োতে দেখিয়েছেন তিনি । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "সহজভাবে প্রোটেক্টিভ মাস্ক তৈরির উপায় ! সবাই নিরাপদে থাকুন ।"
কয়েকদিন আগে বাচ্চাদের ডায়পার দিয়ে এমারজেন্সি মাস্ক বানিয়ে দেখিয়েছিলেন সানি লিওন । মিমি চক্রবর্তী বা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো তারকারা রুমাল দিয়ে মাস্ক বানানো শিখিয়েছিলেন সোশাল মিডিয়ায় । আর ব্লাউজ় পিস দিয়ে মাস্ক বানিয়েছিলেন বিদ্যা । তবে শুধু ব্লাউজ় পিস দিয়েই নয় । যে কোনও কাপড়ের টুকরো, ওড়না, স্কার্ফ, পুরোনো শাড়ি এই সমস্ত কিছু দিয়েই মাস্ক বানানো যেতে পারে বলে জানিয়েছিলেন বিদ্যা ।
তিনি বলেন "কোরোনার সংক্রমণ ঠেকাতে মাস্কের ভূমিকা গুরুত্বপূর্ণ । তবে সমস্যা হল যে, শুধু আমাদের দেশেই নয়, পুরো বিশ্বে মাস্কের খুব অভাব । তবে আমার কাছে এর একটা সহজ সমাধান আছে । প্রধানমন্ত্রীও যেমন বলেছেন যে, আমরা বাড়িতেই মাস্ক বানাতে পারি ।"