পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনা যোদ্ধাদের থাকা-খাওয়ার জন্য আটটি হোটেলের ব্যবস্থা করলেন রোহিত

মুম্বই পুলিশের যে সমস্ত কর্মীরা দিনরাত এক করে কোরোনা মোকাবিলা করছেন, তাঁদের জন্য একটু আরামের ব্যবস্থা করলেন রোহিত শেট্টি । থাকা-খাওয়ার জন্য অ্যারেঞ্জ করলেন আটটি হোটেল ।

Rohit SHetty facilitated eight hotels across the city to Mmbai Police
Rohit SHetty facilitated eight hotels across the city to Mmbai Police

By

Published : Apr 21, 2020, 10:16 PM IST

মুম্বই : প্রথমে দিনমজুর, তারপর পাপারাৎজ়ি আর এবার মুম্বই পুলিশের কোরোনা ওয়ারিয়রদের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রোহিত শেট্টি । কীভাবে ? মুম্বই পুলিশদের যে সমস্ত কর্মীরা কোরোনা মোকাবিলা করতে সারাদিন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের জন্য আটটি হোটেল অ্যারেঞ্জ করেছেন রোহিত শেট্টি ।

শহর জুড়ে মোট আটটি হোটেলের ব্যবস্থা করেছেন রোহিত । সেখানে থাকার সঙ্গে ব্রেকফাস্ট আর ডিনারের অ্যারেঞ্জমেন্টও করেছেন পরিচালক । তাঁর এই পদক্ষেপে খুবই খুশি মুম্বই পুলিশ । একটি টুইটের মাধ্যমে তাঁরা কৃতজ্ঞতা জানিয়েছেন ।

মুম্বই পুলিশের অফিশিয়াল টুইটার পেজ থেকে টুইট করে জানানো হয়েছে, "কর্মরত কোভিড ওয়ারিয়ারদের জন্য রোহিত শেট্টি আটটি হোটেলের ব্যবস্থা করেছেন, যেখানে তাঁরা রেস্ট করতে পারবেন, স্নান করতে পারবেন, ব্রেকফাস্ট ও ডিনার করতে পারবেন ।"

.

আরও লেখা হয়েছে, "মুম্বইকে নিরাপদ রাখার জন্য আমাদের লড়াইয়ে ওঁর এই ব্যবহার আর সাহায্যের জন্য আমরা ধন্যবাদ জানাই ।"

ভারতে এখন আক্রান্তের সংখ্য়া 15.122 এবং মৃতের সংখ্যা 603 । গত 24 ঘণ্টায় 44 জন মারা গেছেন কোরোনার আক্রমণে ।

ABOUT THE AUTHOR

...view details