মুম্বই : লকডাউনের জেরে শুটিং বন্ধ বলিউডে । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । আর কাজ না থাকায় সমস্যায় পড়েছেন ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়নরা । এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ালেন পরিচালক রোহিত শেট্টি । ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়কে (FWICE) 51 লাখ টাকা অনুদান দিলেন তিনি ।
এই অনুদানের জন্য সোশাল মিডিয়ায় রোহিত শেট্টিকে ধন্যবাদ জানিয়েছেন প্রযোজক অশোক পণ্ডিত । তিনি লেখেন, "ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়নদের পাশে দাঁড়ানোর জন্য রোহিত তোমাকে অনেক ধন্যবাদ । এই কঠিন পরিস্থিতির মধ্যে তোমার এই অনুদান সত্যিই অনুপ্রেরণার ।" পাশাপাশি এই অনুদানের জন্য রোহিতের প্রশংসা করেছেন ফারহা খানও ।
যদিও সবার আগে এই টেকনিশিয়নদের সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন সলমান খান । সাহায্যের জন্য সলমানের কাছে আবেদন জানিয়েছিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় । সঙ্গে সঙ্গে সেই আবেদনে সাড়া দেন তিনি । এই সংগঠনের সভাপতি বি এন তিওয়ারি বলেছিলেন, "তাঁর দ্বারস্থ হওয়ার পর তিনি বেশি ক্ষতিগ্রস্ত কর্মীদের নাম আমাদের কাছে জানতে চান । এরকম 25 হাজার কর্মী রয়েছে বলে আমরা তাঁকে জানাই । তিনি তাঁদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন ।"
কাজের দিক থেকে 'সূর্যবংশী'-র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন রোহিত । সেখানে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে । একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন অক্ষয় । 24 মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় পিছিয়ে দেওয়া হয়েছে ছবি মুক্তির তারিখ । যদিও কবে ছবিটি মুক্তি পাবে তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি ।