পূর্ণিয়া, (বিহার) : এবার রাস্তার নামকরণ করা হল সুশান্ত সিং রাজপুতের নামে । সম্প্রতি বিহারের পূর্ণিয়ায় ফ্রড কম্পানি চক ও মধুবনির সঙ্গে যে রাস্তা মাতা চককে সংযুক্ত করে তার নামকরণ করা হল সুশান্ত সিং রাজপুত চক নামে । আজ এই রাস্তা দুটি উদ্বোধন করেন পূর্ণিয়া পৌরনিগমের মেয়র সবিতা সিং ।
14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । তাঁর মৃত্যু মেনে নিতে পারেননি অনুরাগীরা । বিহারের বাসিন্দা হওয়ার ফলে অভিনেতার আকস্মিক মৃত্যুতে মন ভেঙে গিয়েছে বিহারবাসীরও । তাঁর মৃত্যুতে CBI তদন্তের দাবি জানিয়েছেন অনেকেই । আর এবার প্রয়াত অভিনেতাকে একটু অন্যভাবে শ্রদ্ধা জানানো হল পূর্ণিয়ার তরফে ।