পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিক্রি হয়ে গেল আরকে স্টুডিয়ো, ভেঙে হবে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স

গতবছর শেষবার এই স্টুডিয়োয় পালন করা হয়েছিল গণেশ চতুর্থী। সেটাই ছিল শেষ পুজো। তারপরই তালা লাগিয়ে দেওয়া হয় স্টুডিয়োয়।

ফাইল ফোটো

By

Published : May 3, 2019, 4:53 PM IST

Updated : May 6, 2019, 10:35 AM IST

মুম্বই : বিক্রি হয়ে গেল ঐতিহ্যে ঘেরা আরকে স্টুডিয়ো। কিংবদন্তী অভিনেতা পরিচালক রাজ কাপুর প্রতিষ্ঠ এই স্টুডিয়োটি কিনেছে এক নির্মাণ সংস্থা।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২.২ একরের এই সম্পত্তি বিক্রি হয়েছে মোটা টাকায়। এক নামী সংস্থা কিনেছে সেটি। স্টুডিয়ো ভেঙে সেখানে তৈরি হবে উচু উচু বিল্ডিং। শপিং মল থেকে শুরু করে থাকবে আবাসনও। কত টাকায় বিক্রি করা হয়েছে তা অবশ্য জানা যায়নি।

Read more : ক্যানসারের সঙ্গে লড়াই করে জিতেছেন, নিজেই জানালেন ঋষি

গতবছর শেষবার এই স্টুডিয়োয় পালন করা হয়েছিল গণেশ চতুর্থী। সেটাই ছিল শেষ পুজো। তারপরই তালা লাগিয়ে দেওয়া হয় স্টুডিয়োয়। বিক্রির কারণ হিসেবে কাপুর পরিবার জানিয়েছিল যে বিক্রির অন্যতম কারণ বাড়ি থেকে স্টুডিয়োর দূরত্ব। তার মধ্যে আবার আগুনে পুড়ে যায় স্টুডিয়োটি। মেরামত করাতেও বেশ খরচ।

এর আগে এক সাক্ষাৎকারে রাজীব কাপুর বলেছিলেন, "মা, ভাইরা সবাই মিলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছে। কষ্ঠ তো হয়। আরকে স্টুডিয়ো আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু, আরকে ফিল্মস তো থাকছেই। ঈশ্বরের ইচ্ছায় এক দুটো ছবির শুটিং তো এই ব্যানারে শুরু করবই। আরকে স্টুডিয়ো আমাদের কাছে প্র্যাক্টিকাল ছিল না। কারণ, কেউ এখানে আসে না। রাস্তা খারাপ, অনেক দূর। সব সমস্যা আমাদের উপর এসে পড়েছে। একটা সময় ট্রাফিক এত ছিল না যখন, লোক তো আসত।"

2017 সালের সেপ্টেম্বর মাসে আগুন লাগে স্টুডিয়োতে। এরপর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় স্টুডিয়োটি।

কয়েকদিন আগে আরকে স্টুডিয়ো বিক্রি করার সিদ্ধান্ত নেয় কাপুর পরিবার। সংবাদমাধ্য়মকে সেকথা জানান ঋষি কাপুর। ৭০ বছরের পুরনো এই স্টুডিয়োর বিক্রি হয়ে যাওয়ায় অনেকেই ক্ষোভপ্রকাশ করেন।

Last Updated : May 6, 2019, 10:35 AM IST

For All Latest Updates

TAGGED:

rk studio

ABOUT THE AUTHOR

...view details