পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

R.K. স্টুডিয়োয় আর হবে না গণেশ পুজো, থেমে গেল 70 বছরের ঐতিহ্য - রণবীর কাপুর

R.K. স্টুডিয়ো বিক্রি হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে গেল সেখানে গণেশ পুজো করার রীতিও। থেমে গেল 70 বছরের ঐতিহ্য।

R.K.Studio Ganpati Puja

By

Published : Aug 30, 2019, 10:24 PM IST

মুম্বই : রাজ কাপুরের ছেলে রণধীর কাপুর জানালেন যে, 2018 সালে R.K.স্টুডিয়োতে করা গণেশ পুজোটাই ছিল তাঁদের পরিবারের শেষ গণেশ পুজো। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে রণধীর জানালেন তাঁর অনুভূতির কথা।

রণধীর কাপুর বললেন, "ওটাই আমাদের শেষ গণেশ পুজো ছিল। R.K. স্টুডিয়ো আর নেই। তাই কোথায় পুজো করব? বাবা (রাজ কাপুর) অনেক ভালোবেসে 70 বছর আগে এই পুজো শুরু করেছিল। তবে আমাদের কাছে আর সেই জায়গা নেই যে, আমরা ধুমধাম করে পুজোটা এগিয়ে নিয়ে যাব।"

রাজ কাপুরের শুরু করা এই ট্রেডিশন আর চালাতে পারবেন না বলে আক্ষেপ রণধীর কাপুরের। তিনি বললেন, "আমরা সবাই বাবাকে ভালোবাসি, ওঁর প্রতি একটা বিশ্বাস রয়েছে। তবে আমার মনে হয় না যে, এই রীতিকে আর এগিয়ে নিয়ে যেতে পারব।"

এই বছরের 9 অগাস্ট ভাঙা শুরু হয়েছে R.K. স্টুডিয়ো। মে মাসে এক প্রাইভেট প্রপার্টি ডিলারের কাছে বিক্রি হয়েছে এই ঐতিহ্যশালী স্টুডিয়ো।

ABOUT THE AUTHOR

...view details