মুম্বই : রাজ কাপুরের ছেলে রণধীর কাপুর জানালেন যে, 2018 সালে R.K.স্টুডিয়োতে করা গণেশ পুজোটাই ছিল তাঁদের পরিবারের শেষ গণেশ পুজো। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে রণধীর জানালেন তাঁর অনুভূতির কথা।
রণধীর কাপুর বললেন, "ওটাই আমাদের শেষ গণেশ পুজো ছিল। R.K. স্টুডিয়ো আর নেই। তাই কোথায় পুজো করব? বাবা (রাজ কাপুর) অনেক ভালোবেসে 70 বছর আগে এই পুজো শুরু করেছিল। তবে আমাদের কাছে আর সেই জায়গা নেই যে, আমরা ধুমধাম করে পুজোটা এগিয়ে নিয়ে যাব।"