পটনা (বিহার) : সুশান্ত সিং রাজপুতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গতকাল তাঁর পটনার বাড়িতে যান রাষ্ট্রীয় জনতা দলের (RJD) নেতা তেজস্বী যাদব ও তেজ প্রতাপ যাদব । পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা । পাশাপাশি রাজগিরের ফিল্ম সিটির নামকরণ সুশান্তের নামে করার জন্য বিহার সরকারের কাছে আবেদন করবেন বলে জানান তেজস্বী ।
14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । পুলিশের বক্তব্য, আত্মহত্যা করেছেন তিনি । তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি তাঁর ফ্ল্যাট থেকে । বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ । অভিনেতার ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । ইতিমধ্যেই পরিচালক মুকেশ ছাবড়া, রিউমর্ড গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী সহ 23 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । অভিনেতার ফোন, ল্যাপটপ, ডায়েরি ও টুইটার অ্যাকাউন্ট খতিয়ে দেখছে পুলিশ ।
যদিও সুশান্তের মৃত্যুর খবর পাওয়ার পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি তেজস্বী । কারণ সেই সময় শহরের বাইরে ছিলেন তিনি । তাই গতকাল তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন । কথা বলেন অভিনেতার বাবার সঙ্গেও ।