অবশেষে পিছিয়ে গেল 'সুপার ৩০' ছবির মুক্তি। ২৬ জুলাই মুক্তি পাচ্ছে না হৃত্বিক রোশন অভিনীত ছবিটি। কঙ্গনা রানাওয়াত অভিনীত 'মেন্টাল হ্যায় কেয়া' ছবিটির সঙ্গে একই দিনে 'সুপার ৩০' মুক্তি পাওয়া নিয়ে মিডিয়ায় ক'দিন ধরে যে "সার্কাস" চলছে সেটা আর নিতে পারছেন না হৃত্বিক, নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে এমনটাই জানালেন তিনি।
নিজের সেই পোস্টে হৃত্বিক লিখেছেন, "আমি চাই না আমার ছবি শুধুমাত্র মিডিয়ার সার্কাস দ্বারা চিহ্নিত হোক, সেটা আমি হতে দিতে পারি না। তাই 'সুপার ৩০'-র মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"